রোহিতের মুম্বই বধে কোন ছক কষছে বিরাটের আরসিবি, দেখে নিন ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ

Published : Apr 08, 2021, 06:59 PM IST

শুক্রবার আইপিএলের প্রথম ম্যাচে মাঠে নামছে বিরাট কোহলির আররসিবি। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। ১৩ মরসুমের ট্রফি জয়ের খরা কাটাতে ২০২১-এর প্রথম ম্যাচ থেকেই জয়ের রাস্তায় থাকতে চাইছে কোহলি ব্রিগেড। প্রথম  ম্যাচে রোহিত শর্মার দলের বিরুদ্ধে কি হতে পারে বিরাটের দলের সম্ভাব্য একাদশ, দেখে নিন এক নজরে।  

PREV
111
রোহিতের মুম্বই বধে কোন ছক কষছে বিরাটের আরসিবি, দেখে নিন ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ

দেবদূত পাড়িকল-
গতবার অভিষেকেই নজর কেড়েছিলেন আরসিবির তরুণ বাঁ-হাতি ওপেনাপ দেবদূত পাড়িকল। গতবার ১৫ ম্যাচে ৪৭৩ রান করেছিলে কর্ণাটেকর ব্যাটসম্যান। এবার আইপিএল শুরুর আগে করোনা আক্রান্ত হলেও, বর্তমানে সুস্থ তিনি। এবার আরও একবার নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন পাড়িকলল।

211

বিরাট কোহলি-
এবারের আইপিএল জেতার বিষয়ে প্রথম থেকেই আত্মবিশ্বাসী আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। প্রথম থেকেই একটা ভালো কিছু হতে চলেছে বলে অনুভূতির কথা বলেছেন বিরাট। এবার আরসিবির হয়ে ওপেন করবেন বিরাট কোহলি। নিজের ব্যাটে ছন্দে থাকার পাশাপাশি দলকে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য বিরাট কোহলির।

311

এবি ডিভিলিয়ার্স-
দলের মিডল অর্ডারে অন্যতম সেরা ভরসা প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। গতবারও নিজের সেরা ছন্দে পাওয়া গিয়েছিল এবিডিকে। এবারও সেই বিধ্বংসী ফর্ম ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী ডিভিলিয়ার্স।
 

411

গ্লেন ম্যাক্সওয়েল-
আইপিএল নিলামের আগেই বিরাটের দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। নিলামে তাকে দলেও নেওয়া হয়। বিগত কয়েক বছরে আইপিএলে ব্যর্থ হলেও, এবার আসরসিবির হয়ে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন ম্য়াক্সওয়েল।
 

511

মহম্মদ আজহারউদ্দিন-
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝোড়ো সেঞ্চুরির পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন মহম্মদ আজহারউদ্দিন। সেই সুবাদেই আইপিএল নিলামে তাকে আরসিবিতে নেওয়া হয়েছে। প্রথম সুযোগেই নিজেকে প্রমাণ করতে মরিয়া নতুন আজহার।
 

611

কাইল জেমিসন-
বর্তমানে বিশ্বে যেসকল ক্রিকেটারদের আগামির মহাতারকা বলা হচ্ছে তাদের মধ্যে অন্যতম কিউই তারকা কাইল জেমিসন। পেস বোলিংয়ের পাশাপাশি বিধ্বংসসী ব্যাট করতেও সক্ষম তিনি। অনেকেই তাকে আন্দ্রে রাসেলের উত্তরসরী বলেন। আরসিবিতে তার জায়গা পাকা।
 

711

কেন রিচার্ডসন/ ড্যান ক্রিশ্চিয়ান-
আরসিবিতে চতুর্থ বিদেশি খেলার জায়গায় দুজন অজি তারকার মধ্য লড়াই। একজন পেস বোলার কেন রিচার্ডসন, অপর জন মিডিয়াম পেস বোলার ও ব্যাটসম্যান ড্যান ক্রিশ্চিয়ান। পরিস্থিতি অনুযায়ী ২ জনকে খেলানো হবে বলে এখনও পর্যন্ত খবর আরসিবি সূত্রে।
 

811

ওয়াশিংটন সুন্দর-
আরসিবির স্পিন অ্যাটাকের অন্যতম সেরা ভরসা ওয়াশিংটন সুন্দর। স্পিন বোলিং করার পাশাপাশি প্রয়োজনে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে সক্ষম তিনি। 

911

মহম্মদ সিরাজ-
অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন মহম্মদ সিরাজ। গতবার আইপিএলেও দুরন্ত পারফর্ম করেছিলেন সিরাজ। এবারও নিজের ছন্দ ধরে রাখতে চান ডান হাতি পেসার।
 

1011

যুজবেন্দ্র চাহল-
বিরাটের দলে স্পিন অ্যাটাকে সেরা অস্ত্রের নাম লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। স্পিনের জাদুতে প্রতিবারই আইপিএলে নিজের জাত চিনিয়েছেন চতুর চাহল। এবারও নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
 

1111

নবদীপ সাইনি-
ভারতীয় দলে সময়টা খুব একটা ভালো যায়নি নবদীপ সাইনির। নিয়মিত সুযোগও হারিয়েছেন তিনি। আইপিএলকে ফিরে আসার মঞ্চ হিসেবে দেখছেন সাইনি। আরসিবির হয়ে নিজের জাত আরও একবার চেনাতে চান তিনি।

click me!

Recommended Stories