দেবদূত পাড়িকল-
গতবার অভিষেকেই নজর কেড়েছিলেন আরসিবির তরুণ বাঁ-হাতি ওপেনাপ দেবদূত পাড়িকল। গতবার ১৫ ম্যাচে ৪৭৩ রান করেছিলে কর্ণাটেকর ব্যাটসম্যান। এবার আইপিএল শুরুর আগে করোনা আক্রান্ত হলেও, বর্তমানে সুস্থ তিনি। এবার আরও একবার নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন পাড়িকলল।