প্যাট কামিন্স-
কেকেআরের পেস বোলিং অ্যাটাকের সেরাল অস্ত্র তিনি। ভাল বোলিং করলেও,প্রতি ম্য়াচে উইকেট পাচ্ছেন না তিনি। প্রথম সাক্ষাতে মুম্বইয়ের বিরুদ্ধে ভাল বোলিং করতে পারেননি তিনি। তাই আজ রোহিত শর্মার দলের বিরুদ্ধে আগুনে বোলিং করে উইকেট পেতে মরিয়া অজি তারকা পেসার।