কুইন্টন ডিকক
মুম্বই ইন্ডিয়ান্স অপর ওপেনার প্রোটিয়া তারকা কুইন্টন ডিককও এই ম্য়াচে বড় ইনিংস খেলতে চাইবেন। প্রথম ম্য়াচে দুরন্ত শুরু করলেও, তা বড় রানে পরিণত করতে পারেননি। তাই কেকেআরের উপর তার ব্যাটের দিকেও তাকিয়ে থাকবেন মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট থেকে সমর্থকরা।