বিজেপির পালটা, বিশাল জনসভায় গেরুয়া ছেড়ে তৃণমূলে রাজ পরিবারের উত্তরসুরি

তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পর পালটা কর্মসূচি তৃণমূলের। ঝাড়গ্রামের শিলদায় তৃণমূলে যোগদিলেন কাতারে কাতারে লোক। বর্ন সরিয়ে তৃণমূলে ঐক্যের ডাক দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দিন কয়েক আগে শিলদার ওই মাঠে যোগদান কর্মসূচি করেছিল বিজেপি। এবার সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কাতারে কাতারে লোক। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ঝাড়গ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দূর্গেশ মল্লদেবের ছেলে বিক্রমাদিত্য মল্লদেব।

Asianet News Bangla | Published : Oct 20, 2020 9:35 AM / Updated: Oct 20 2020, 09:39 AM IST
16
বিজেপির পালটা, বিশাল জনসভায় গেরুয়া ছেড়ে তৃণমূলে রাজ পরিবারের উত্তরসুরি

পুজোর মুখেও বন্ধ নেই। যোগদান কর্মসূচি ঘিরে জমে উঠেছে জঙ্গলশহর ঝাড়গ্রাম। বিজেপির পর পালটা যোগদান কর্মসূচি করল তৃণমূল। শিলদার মাঠে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূলে যোগ দিলেন অনেকে।

26

ঝাড়গ্রাম জেলা তৃণমূলের উদ্যোগে বিনপুর বিধানসভায় যোগদান কর্মসূচি নেওয়া হয়। কৃষি আইনের বিরোধিতা, হাথরস কাণ্ড সহ কেন্দ্রের বিরোধিতায় সোমবার জনসভা করে তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

36

শিলদা মাঠ ভরা জনসভায় এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ঝাড়গ্রামের হেভিওয়েট নেতা। ঝাড়গ্রামের প্রাক্তন পুর চেয়ারম্যান দূর্গেশ মল্লদেবের ছেলে বিক্রমাদিত্য মল্লদেব তৃণমূলে যোগদান করেন। তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলেন দেন চন্দ্রিমা ভট্টাচার্য।

46

বেশ কয়েক দিন আগে বিজেপিতে যোগদান করেছিলেন রাজ পরিবারের ওই উত্তরসুরি বিক্রমাদিত্য মল্লদেব। কিন্তু সোমবার প্রকাশ্য জনসভায় তৃণমূলে যোগদান করেন তিনি। এছাড়াও, ঝাড়গ্রামের বিভিন্ন অঞ্চল থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বহু নেতাকর্মী।

56

শিলদায় জনসভায় দাঁড়িয়ে বর্ণ সরিয়ে ঐক্যের ডাক দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জনসভা থেকে তাঁর আক্রমণের নিশানায় ছিল কেন্দ্রের বিজেপি সরকার। মোদী সরকার রাজ্যের প্রকল্পের ৫৪ হাজার কোটি টাকা দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

66


জনসভায় উপস্থিত ছিলেন সাংসদ অর্পিতা ঘোষ। ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মূর্মূ। বিধায়ক চূড়ামনি মাহাতো, খগেন্দ্রনাথ হেমরম। এছাড়াও ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের মখপাত্র উমা সোরেন সহ আরও অনেকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos