রবিবার সাতসকালেই মৃতদেহ ঘিরে চাঞ্চল্য সল্টলেকে। সূত্রের খবর, সল্টলেকে বিজে ব্লকের ৪০৯ বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় আতঙ্কের সৃষ্টি । খবর পেতেই ঘটনাস্থলে আসে বিধান নগর পূর্ব থানার পুলিশ। তবে কী কারণে মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে।
Asianet News Bangla | Published : Oct 4, 2020 9:46 AM IST / Updated: Oct 04 2020, 03:18 PM IST
রবিবার সাতসকালেই মৃতদেহ ঘিরে চাঞ্চল্য সল্টলেকে। সূত্রের খবর, সল্টলেকে বিজে ব্লকের ৪০৯ বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় আতঙ্কের সৃষ্টি । খবর পেতেই ঘটনাস্থলে আসে বিধান নগর পূর্ব থানার পুলিশ।
সূত্রের খবর, রবিবার সকালে সল্টলেকের বিজে ৪০৯ নাম্বার বাড়ি থেকে জয়দীপ বন্দ্য়োপাধ্য়ায় নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
রবিবার সকালে বাড়ির কেয়ারটেকার বার বার করে ডাকলেও দরজা খোলেন না। এর পর উপায়ান্তর না পেয়ে কেয়ারটেকার বাজার যান।
কিন্তু তারপরেও বাজার থেকে ফিরে আবার ডাকাডাকি করে দরজা না খুললে তার সন্দেহ হয়। প্রতিবেশী দের ডাকা হয়।তারা বিধান নগর পূর্ব থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ওই বাড়ির হল ঘর থেকে জয়দীপ বাবুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। কী কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।তবে পুলিশ সূত্রে খবর বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।তার থেকে মৃত্যু কিনা সেটাও খতিয়ে দেখা হয় হচ্ছে।