বছর তিনেক আগে বাগুইআটির বেসরকারি স্কুলে থাবা বসায় এক কুখ্যাত প্রোমোটার। ভাঙচুর-তাণ্ডব-মারধরে অগ্নিগর্ভ ওই এলাকা। খোদ কাউন্সিলরই ভীত প্রোমোটার-আতঙ্কে। প্রোমোটার রাজের কথা মেনে নেন তিনি। জানা যায়, ১৯৯৭ সালে স্কুলটি তৈরির কিছু বছরের মধ্য়েই জমি ছাড়ার জন্য চাপ আসতে থাকে। গুড়িয়ে দেওয়া হয় গোটা স্কুলবাড়ি। অভিযোগ, প্রধান শিক্ষককেও রাস্তায় ফেলে চলে মারধর। এরই মধ্যে এলাকাবাসীরা জড়ো হয়ে প্রতিবাদ শুরু করতেই পালিয়ে যায় অভিযুক্তরা। শেষ পর্যন্ত পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত প্রোমোটারকে।