মর্নিংওয়াকে জনতার দরবারে রাজ্যপাল, ফের চটতে পারে তৃণমূল

Published : Nov 01, 2019, 04:24 PM ISTUpdated : Nov 01, 2019, 04:29 PM IST

ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রাতঃভ্রমণে রাজ্যপাল জগদীপ ধনখড় আমজনতার সঙ্গে জনসংযোগে রাজ্যপাল শুনলেন সাধারণ মানুষের অভিযোগ, মেটালেন সেলফির আব্দার

PREV
16
মর্নিংওয়াকে জনতার দরবারে রাজ্যপাল, ফের চটতে পারে তৃণমূল
রাজ্যপালকে হাতের নাগালে পেয়ে এ দিন বেশ কিছুটা অবাকই হয়ে যান ভিক্টোরিয়া চত্বরের প্রাতঃভ্রমণকারীরা। রাজ্যপালের সঙ্গেই খোশগল্পে মেতে ওঠেন তাঁরা।
26
এর মধ্যেই কেউ কেউ আবার রাজ্যপালের কাছে বিভিন্ন বিষয়ে ছোটখাটো অভিযোগও জানাতে থাকেন। মন দিয়ে সেসব শোনেন জগদীপ ধনখড়।
36
জনসংযোগের জন্য অনেক সময়ই প্রাতঃভ্রমণকারীদের বেছে নেন রাজনীতিকরা। রাজ্য বিজেপি-র পক্ষ থেকে সকালের চায়ের আড্ডায় জনসংযোগ গড়ে তোলার কর্মসূচি অনেক দিন ধরেই এ রাজ্যে চলছে। নির্বাচনের সময় এই পথে হাঁটেন অন্যান্য দলের প্রার্থীরাও। কিন্তু বেনজিরভাবে এ দিন সেই কাজটাই করলেন জগদীপ ঘনখড়।
46
পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসার পর থেকেই নজিরবিহীনভাবে একাধিক পদক্ষেপ করেছেন জগদীপ ধনখড়। কখনও কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধারে ছুটে গিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কখনও আবার জেলা সফরে বেরিয়ে পড়েছেন।
56
কিন্তু সম্প্রতি জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় উপস্থিত হওয়ার পরে রাজ্যের শাসক দলের সঙ্গে তাঁর সম্পর্কের শীতলতা দূর হবে বলেই আশা করেছিলেন অনেকে। কিন্তু রাজ্যপালের এ দিনের জনসংযোগ কর্মসূচি তৃণমূল কীভাবে নেয়, সেটাই এখন দেখার।
66
তবে এ দিনই জানা গিয়েছে, রাজ্যপাল মহম্মদ রফির গানের ভক্ত। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরেই আমজনতার সঙ্গে গল্প করার ফাঁকে রফি কণ্ঠী ইজাজ ইউসুফের গান শুনে তাঁকে কাছে ডেকে নেন তিনি।
click me!

Recommended Stories