নিম্নচাপের জেরে অবিরাম বৃষ্টিতে বেহাল অবস্থা বেহালায়। জলের তলায় ঠাকুরপুকুর-সহ বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টিতে জলমগ্ন ঠাকুরপুকুর কালিতলা ১৪৩ নম্বর ওয়ার্ড। এলাকায় বহু বাড়িতে জল ঢুকে গেছে। জলের মধ্যেই চলছে বিছানার উপর রান্নাবান্না খাওয়া-দাওয়া। স্থানীয় লোকজনের অভিযোগ স্থানীয় কাউন্সিলর কোনদিনও তাঁদের দিকে ফিরেও তাকায়নি বলে অভিযোগ।কবে এই জল নাববে সেটাও তারা জানেনা। তাদের আশঙ্কা এরপর যদি বৃষ্টি বাড়ে এলাকা পুরো ভেসে যাবে।