কলকাতার সবথেকে জনপ্রিয় এলাকা যেখানে বহু পুরনো ও নামজাদা রেস্তরাঁ আছে তাদের মাঝেই রয়েছে এক্স রং প্লেস (Xrong Place)। রেস্তরাঁটি বেশ সাজানো। আলোকসজ্জাও একেবারে দেখার মতোই। আসলে আলোকসজ্জা এমন যা আপনার চোখকে খানিক আরাম দেবে। এছাড়া এখানে মিউজিক ও ডিজের ব্যবস্থা থাকে। সবথেকে বড় বিষয় হল এখানে বিয়ারের দাম খুবই কম। এখানে গিয়ে হেনিকেন, ফস্টার্স, কার্লসবার্গ, বাডওয়াইসার, টিউবর্গ, কিংফিশার খেতে পারে। খরচ মাত্র ১৬০ টাকা। (মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক)