দফায় দফায় বৈঠক, সাইক্লোন মোকাবিলায় একাধিক পদক্ষেপ পুরসভা ও কলকাতা পুলিশের

আমফান মোকাবিলায় একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন দফতরের পক্ষ থেকে। সোমবার থেকেই দফায় দফায় বৈঠক করা হচ্ছে বিভিন্ন মহলে। কলকাতার ওপরও ভয়াবহ ছাপ ফেলতে চলেছে আমফান। মঙ্গলবার সকালে কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা বৈঠক করে জানান, ইতিমধ্যেই কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে আমফান মোকাবিলায়। 

Jayita Chandra | Published : May 19, 2020 12:04 PM IST
18
দফায় দফায় বৈঠক, সাইক্লোন মোকাবিলায় একাধিক পদক্ষেপ পুরসভা ও কলকাতা পুলিশের

আগামী ২৪ ঘণ্টার মধ্যে আঁছড়ে পড়তে চলেছে সুপার সাইক্লোন আমফান। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আয়লার থেকেও বেশি ক্ষতি করতে চলেছে আমফান। পরিস্থিতি সামাল দিতে একাধিক বৈঠকে ব্যস্ত রয়েছেন আধিকারিকরা। 

28

সোমবারই মেয়র ফিরাদ হাকিম জানিয়েছিলেন পুরোনো বাড়ি ও ক্ষতিগ্রস্থ বাড়ি খালি করতে।

38

মঙ্গলবার বাবুঘাটে নামানো হল রিভার ট্রাফিক পুলিশ। দুই দলে ভাগ হয়ে সমানে পেট্রোলিং করে চলেছেন তাঁরা। 

48

বড় ভ্যাসেল যাতে নোঙর ছিঁড়ে ভেসে না যায়, তাই দুটো অ্যাঙ্কারে বাঁধার ব্যবস্থা চলছে। গঙ্গার বুকে কোনও নৌকা বা মাঝির নামা নিষেধ। 

58

প্রতিটা থাকাকে সতর্ক থাকতে বলা হয়েছে। বুধবার দিনভোর কড়া নজর থাকবে সর্বত্র। 

68

কোনও রকমের হতাহত এড়াতে সকলকে বাড়িতে থাকান নির্দেশ দেওয়া হয়েছে। নিকাশি ব্যবস্থার দিকেও নজর দেওয়া হয়েছে। 

78

মজুত রাখা হচ্ছে অতিরিক্ত অ্যাম্বুলেন্সও। কোনও রকমের সমস্যায় যদি কেউ পড়েন, তবে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হবে হাসপাতালে। 

88

ঝড়ের ফলে কলকাতায় গাছ ভেঙে পড়ার ঘটনা প্রায়সই হয়। তাই মজুত রাখা হয়েছে গাছ কাটার। কোথাও কোনও সমস্যা হলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos