রাজ্যে কোভিড সংক্রমণের জন্য অনেকেই দায়ী করছেন শহরবাসীকেই। বিশেষ করে অভিযোগ উঠেছে, অফিস টাইমে কী প্রয়োজনে লোক জন ঘুরতে বেরিয়ে লোকাল ট্রেনে ভীড় বাড়াচ্ছে। শুধু মাত্র কাজের প্রয়োজনেই তাঁদের বাড়ি থেকে বেরোনো হওয়া। এই অতিরিক্ত মানুষই সামাজিক দূরত্ব তো দূরের কথা, ভীড় বাড়িয়ে তুলছে ট্রেনে-বাসে। এদিকে অফিস যাত্রীদের সেই কথা একেবারে ফেলেও দেওয়া যাচ্ছে না। কারণ অনেক ক্ষেত্রেই নিত্য যাত্রীরাও আক্রান্ত হচ্ছেন। আর সেটাই আশঙ্কা বাড়াচ্ছে। এদিকে যে বা যিনি আক্রান্ত হচ্ছেন তিনি হয়তো সেভাবে টেস্টও করাচ্ছেন না। নেই বাধ্যতামূলক পরিষেবা। তাই তিনি নিজের অজান্তেই সংক্রমণ ছড়াচ্ছেন। এমনটাই দাবি শহরবাসী। যার ফল হিসেবে প্রতিদিন বেড়ে চলেছে মোট আক্রান্তের সংখ্যা। তাহলে বাংলায় একুশের দোরগড়ায় দাঁড়িয়ে কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।