রঙিন ক্যাম্পাস, অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজ্ঞপ্তিজারি কলকাতা-যাদবপুর-রবীন্দ্রভারতীর

Published : Mar 03, 2020, 05:42 PM IST

বসন্ত উৎসব মানেই ক্যাম্পস জীবন রঙিন। কলেজের দিনগুলিকে স্মরণীয় করে রাখতেই প্রতিটা ছাত্র-ছাত্রীই যেন এই দিনগুলিতে বিশেষ করে উৎসবে মেতে ওঠে। ফোটোশ্যুট থেকে শুরু করে খাওয়া-দাওয়া, গান, বাজনা হুল্লোর। কিন্তু কোথাও গিয়ে যেন মাত্রা ছাড়িয়ে যায় সেই পর্ব। বিপত্তি ঘটে সেখানেই।  

PREV
19
রঙিন ক্যাম্পাস, অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজ্ঞপ্তিজারি কলকাতা-যাদবপুর-রবীন্দ্রভারতীর
দোল উৎসব মানেই কলেজ ক্যাম্পাসে হুল্লোর। এবার সেই মেজাজেই গা ভাসিয়ে থাকেন পড়ুয়ারা।
29
উৎসবে মাততে হাজির হয় অনেক বহিরাগতরাও। ফলে পরিস্থিতি সামাল দিতে নাজে হতে হয় কলেজ কতৃপক্ষকে।
39
২০১৯-এই খবরের শিরোনামে উঠে এসেছিল একাধিক ঘটনা। কোথাও মদ্যপ অবস্থায় ছাত্রদের বিশৃঙ্খলা সৃষ্টি, কোথাও আবার মেয়েদের নিরাপত্তাতে উঠেছিল প্রশ্ন।
49
এই ধরনের সমস্যা এরাতে ২০১৯ থেকেই কড়া পদক্ষেপ নিয়েছিল রবীন্দ্রভারতী কতৃপক্ষ।
59
রবীন্দ্রভারতীর পক্ষ থেকে চালু করা হয়েছিল পাস। সেই পাসের সংখ্যাও এবার কমল।
69
কড়া নিরাপত্তাতেও ঢেকে ফেলা হবে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়কেও।
79
রবীন্দ্রভারতীতে এবার কমিয়ে ফেলা হয়েছে বয়সসীমাও। এখন বিটি রোডেই সেলিব্রেশনকে সরিয়ে আনা হয়েছে।
89
যাদবপুরে ইতিমধ্যেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। সেখানেই উল্লেখ করা রয়েছে যে যেন ক্যাম্পাসে কোনও রকমেরই অপ্রীতিকর ঘটনা না ঘটে।
99
পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়তেও নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা।
click me!

Recommended Stories