২১ কোটির রহস্য সমাধান করতে গিয়ে মেলে গল্পের আসল নায়কের খোঁজ। তিনি হলেন তৃণমূলের মন্ত্রী সভার বিশিষ্ট সদস্য পার্থ চট্টোপাধ্যায়। পরিশ্রম করে উপার্জন নয়, বরং বন্ধু পার্থর কাছ থেকে উপহার হিসেবে এই কোটি কোটি টাকা পেয়েছেন নায়িকা। সর্বত্র সৎ ও সজ্জন ব্যক্তির পোশাক ধারী পার্থর আসল চেহারা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় মন্ত্রীর। ব্যাস শুরু হয় তদন্ত।