ভ্যালেনটাইন ডে-র দিনেই কলকাতায় পেট্রোলের দাম ছুঁল ৯০, মাথায় হাত প্রেমিকদের


 রবিবার কলকাতায় পেট্রোলের দাম বাড়ল। ভ্যালেনটাইন ডে-র দিন সাতসকালেই প্রেমিকদের উপর বাড়ল চাপ। সস্তার সফর আর নেই কপালে। তাই রবিবার গার্লফেন্ডের মন জয় করতে দূরের সফর কতটা করবে বাইক-চারচাকাধারী প্রেমিকরা, তা নিয়ে সন্দেহ বাড়ল। এদিকে সামনেই ২০২১ এর নির্বাচন। আর তার আগেই পেট্রোলের দাম বাড়ল। রবিবার কলকাতায় পেট্রোলের দাম ছুঁল ৯০ টাকায়।

Asianet News Bangla | Published : Feb 14, 2021 4:20 AM IST / Updated: Feb 14 2021, 10:09 AM IST
15
ভ্যালেনটাইন ডে-র দিনেই কলকাতায় পেট্রোলের দাম ছুঁল ৯০, মাথায় হাত প্রেমিকদের
রবিবার কলকাতায় পেট্রোলের দাম বাড়ল। ভ্যালেনটাইন ডে-র দিন সাতসকালেই প্রেমিকদের উপর বাড়ল চাপ।
25
কলকাতায় পেট্রোলের দাম ছুঁল ৯০ টাকায়, বাড়ল ডিজেলেরও দাম।
35
এই নিয়ে টানা ৬ দিন বাড়ল তেলের দাম। রবিবার শহরে আইওসি পেট্রোল পাম্পে লিটার পিছু ২৮ পয়সা বেড়ে পেট্রোল বেড়ে হল ৯০. ১ টাকা।
45
সস্তার সফর আর নেই কপালে। তাই রবিবার গার্লফেন্ডের মন জয় করতে দূরের সফর কতটা করবে বাইক-চারচাকাধারী প্রেমিকরা, তা নিয়ে সন্দেহ বাড়ল।
55
এই পরিস্থিতি কেন্দ্র শুল্ক কমানোর সম্ভাবনা খারিজ করেছেষ ফলে পেট্রোলের দর আরও বাড়তে পারে।
Share this Photo Gallery
click me!

Latest Videos