নির্বাচনে উস্কানিমূলক মন্তব্য, খুনের হুমকি, ভয় দেখানো, ভোট লুট, নির্বাচনে বাধার অভিযোগে জন্য প্রতি ভোটের সময় খবরের শিরোনামে থাকেন বীরভূমের তৃণমূল প্রধান অনুব্রত মন্ডল(Birbhum TMC chief Anubrata Mandal)। গত বিধানসভা ভোটের সময়ও তার অন্যথা হয়নি। বিজেপি-র তুলোধনা করতে গিয়ে প্রকাশ্যেই খুনের হুমকি দিয়ে বসতে দেখা যায় তাঁকে। প্রকাশ্যেই তিনি বলেন, “২০১১ তে খুন হয়েছিল, ২০১৪ তে খুন হয়েছিল, ২০১৯ এ খুন হয়েছিল। এবারেও হবে।”