Published : Feb 15, 2021, 08:59 AM ISTUpdated : Feb 15, 2021, 09:10 AM IST
রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ। সকালে কুয়াশার পূর্বাভাস দক্ষিণবঙ্গে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রী ছাড়াল। কলকাতা শীত কার্যত উধাও। রাতে ও সকালে শীতের আমেজ জেলায় জেলায় আরও কয়েকটা দিন। আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও।
মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ হিমালয়ের পাদদেশ এলাকায় উত্তরবঙ্গে অবস্থান করেছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বুধবার এই মুহূর্তে শহরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস।
26
হাওয়া অফিস জানিয়েছে, শহরে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তির চরমে উঠবে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
36
saudi rain
46
ചെമ്പരമ്പാക്കം തുറക്കുന്നത് കണക്കുകൂട്ടി കാഞ്ചീപുരം ജില്ലാ അധികൃതരും കനത്ത ജാഗ്രത പ്രഖ്യാപിച്ചു. കടലൂർ ജില്ലയിൽ നിന്ന് രണ്ടായിരത്തോളം പേരെ വിവിധ ഇടങ്ങളിലേക്കായി മാറ്റിപ്പാർപ്പിച്ചു.
56
குடையை பிடித்து செல்ல முடியாமல் அவதிப்படும் வாகன ஓட்டிகள்
66
হাওয়া অফিস জানান দিচ্ছে যে, উত্তরবঙ্গের শীত থাকলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের থেকে শীত আপাতত বিদায় নিতে চলেছে।