শহরে এখনও স্বস্তির আবহাওয়া, শীতের বিদায়ে আবারও বৃষ্টির সম্ভাবনা

এখনই গরমের নয়। শহরের বুকে আবহাওয়া বেজায় স্বস্তি দায়ক। তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকায় এখনই আঁচ মিলছে না গরমের। তবে শীত বিদায় কালে আবারও বৃষ্টির পূর্বাভাসের কথা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। রবিবার আংশিক মেঘলা আকাশ ও সোমবার থেকেই দক্ষিণবঙ্গ সহ বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। 

Jayita Chandra | Published : Mar 1, 2020 3:09 AM IST
17
শহরে এখনও স্বস্তির আবহাওয়া, শীতের বিদায়ে আবারও বৃষ্টির সম্ভাবনা
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি ও সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি।
27
রবিবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ গড়ে ৫৭ শতাংশ থাকবে।
37
রবিবার বিকেল থেকেই আংশিক মেঘলা আকাশ।
47
সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়।
57
বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে শহর কলকাতাতেও।
67
আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হচ্ছে মোম ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি এবং দুই ২৪ পরগনায়।
77
শনিবার তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি নিচে ছিল। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়নি।
Share this Photo Gallery
click me!

Latest Videos