রাতভর বৃষ্টিতে জলমগ্ন, দেখুন কাঁথি শহরের জলছবি

শুক্রবার রাতভর বৃষ্টিতে জলমগ্ন কাঁথি শহর। জলের তলায় কাঁথি হাসপাতাল রোড। রাস্তার উপর জল জমে যাওয়ার চূড়ান্ত দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। কাঁথি শহর লাগোয়া দারুয়া, কপালকুণ্ডলার কাছে হাঁটু সমান জল। এলাকার জল নিষ্কাশন ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। অতিরিক্ত বৃষ্টিতে জল জমার কারনে প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। কাঁথি এলাকায় বঞ্চনার অভিযোগ তুলে সোচ্চার হয়েছে বিরোধী দলগুলি।    

Asianet News Bangla | Published : Oct 3, 2020 10:21 AM IST
16
রাতভর বৃষ্টিতে জলমগ্ন, দেখুন কাঁথি শহরের জলছবি

রাতভর অবিরাম বৃষ্টি। জল থই থই কাঁথি শহর। রাস্তার বিভিন্ন জায়গায় জল জমে চূড়ান্ত দুর্ভোগ। যান চলাচলে সমস্যা।

26

অটো, টোটো, সাইকেল, রিক্সা চলাচলে সমস্যা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। নিকাশী ব্যবস্থা সঠিক না থাকার অভিযোগ।

36

রাস্তায় এতটাই জল জমেছে যে, জলাশয় না রাস্তা বাইরে থেকে বোঝার উপায় নেই। দেশপ্রাণ ব্লক থেকে ভবানীপুর মোড় পর্যন্ত রাস্তা জলের তলায়।

46

কাঁথিতে বিরোধী দলগুলির অভিযোগ, সেতু-যোগাযোগ ব্যবস্থা-স্বাস্থ্য পরিষেবা-রাস্তাঘাট উন্নয়নে ব্যর্থ সরকার। 

56

করোনা আবহে এমনিতেই উপার্জন নেই। তার উপর বৃষ্টির জেরে জল জমে রাস্তার ধারে দোকান ঘর গুলি বন্ধ থাকায় দুর্ভোগ বাড়ছে।

66

কাঁথি মহকুমা হাসপাতাল যাওয়ার রাস্তায় জল জমে যাওয়ার দুর্ভোগ আরও চরমে উঠেছে। ভারী বৃষ্টিতে প্রায়ই এই দূরাবস্থা হয় বলে অভিযোগ স্থানীয়দের।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos