বিস্ময়কর
দেশের প্রধানমন্ত্রীর এই মন্তব্য বিস্ময়কর বলে কঠোর সমালোচনা করেছে পাকিস্তানের মানবাধিকার এবং নারী অধিকার কর্মীরা। ধর্ষণটি কোথায়, কেন এবং কীভাবে ঘটে সেই বিষয়গুলিকে এই মন্তব্য লঘু করে দিয়েছে, তাইই নয়, ধর্ষণের শিকার হওয়া ব্যক্তিবর্গকেও দোষারোপ করেছেন পাক প্রধানমন্ত্রী, এমনটাই বলেছে দ্য হিউম্যান রাইটস কমিশন অফ পাকিস্তান। তারা বলেছে, প্রধানমন্ত্রীর জানা উচিত, ছোট শিশু থেকে শুরু করে সকলেই এই অপরাধের শিকার হয়। তাদের ক্ষেত্রেও কী পোশাকই পুরুষদের প্রলুব্ধ করে অপরাধ করতে?