সৃজিতের গৃহিণী মিথিলা নাম লেখাচ্ছেন পিএইচডি-তে, চিনেনিন মিথিলাকে

টলিউডের একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জডালেও পরিশেষে রাফিয়ত রশিদ মিথিলা-র গলাতেই মালা দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কে এই মিথিলা, সৃজিতের সঙ্গে গোপন সম্পর্কের খবর প্রকাশ্যে আসার সময় থেকেই অনেকেরই মনে প্রশ্ন জাগে কে এই মিথিলা। শুক্রবার তাঁদের আইনি মতে বিয়ে হয়। চিনেনিন মিথিলাকে ছবিতে ছবিতে। 

debojyoti AN | Published : Dec 7, 2019 5:23 PM
19
সৃজিতের গৃহিণী মিথিলা নাম লেখাচ্ছেন পিএইচডি-তে, চিনেনিন মিথিলাকে
শুক্রবারই সৃজিতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিথিলা। সেই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন সৃজিত মুখোপাধ্যায়। একাধিক ছবি মিথিলাও শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়।
29
বাংলাদেশের বাসিন্দা মিথিলা। ছোট থেকেই পড়াশুনোতে মেধাবী ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাশ করেন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। পরবর্তীতে আর্লি চাইল্ড হুড ডেভেলপমেন্ট নিয়েও পড়াশুনো করেন তিনি।
39
মিথিলা নাচ-গানেও বেশ ভালো। থিয়েটরও করেছিলেন তিনি ছোটবেলায়। ফলে অভিনয় জগতে আসার বিষয় ছিল তাঁর যথেষ্ট আগ্রহ। তবে মডেলিং দিয়েই শুরু হয় তাঁর কেরিয়ার।
49
মডেলিং করার পর থেকেই তাঁর প্রতি নজর পড়ে পরিচালকদের। সুযোগ আসে টেলিফ্লিম করার। সেখান থেকেই বাজিমাত করেন অভিনেত্রী।
59
মিথিলা একজন পরিচিত সমাজ কর্মীও। এই নিয়ে বহু কাজও তিনি করেছেন। শিক্ষকতার খাতিরে পাড়ি দিয়েছেন বহু দেশে বিদেশে। লেখালিখিও করেন মিথিলা মাঝে মধ্যে।
69
২০০৬ সালে অগাস্ট মাসে মিথিলা বিয়ে করেছিলেন তহসান রহমান খানকে। তাঁদের একটি কন্যা সন্তাও রয়েছে, নাম আইরা তেহরিম খান। ২০১৭ সালে বিবাহ বিচ্ছেদ হয় মিথিলার।
79
সৃজিতের সঙ্গে তাঁর আলাপ বেশ কয়েকবছর আগেই। সেখান থেকেই শুরু পথ চলা। তবে সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চাননি তিনি। কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রথম সৃজিতের সঙ্গে একি ফ্রেমে ধরা দিলেন তিনি। তবে থেকেই জল্পনা তুঙ্গে।
89
সৃজিতের সঙ্গে তাঁর আলাপ বেশ কয়েকবছর আগেই। সেখান থেকেই শুরু পথ চলা। তবে সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চাননি তিনি। কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রথম সৃজিতের সঙ্গে একি ফ্রেমে ধরা দিলেন তিনি। তবে থেকেই জল্পনা তুঙ্গে।
99
বিয়ে পরই মধুচন্দ্রিমাতে দম্পতি পাড়ি দিচ্ছেন জেনিভায়। সেখানেই ঘোরার মাঝে পিএইচডি-তে নাম লেখাবেন মিথিলা।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos