ফিল্মফেয়ার পুরস্কারের রেড কার্পেটে বি-টাউনের ঢল, জানুন সেরার তালিকায় রইলেন কারা

Published : Dec 04, 2019, 03:15 PM ISTUpdated : Dec 04, 2019, 03:24 PM IST

মঙ্গলবার ফিল্মফেয়ার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তারকাদের উপচে পড়া ভিড় নজরে আসে। চলতি বছরও একাধিক পুরস্কার এদিন তুলে দেওয়া হয় তারকাদের হাতে। গ্ল্যামার ও স্টাইল অ্যাওয়ার্ডের দুনিয়ায় ফিল্মফেয়ার এক অনবদ্য পুরস্কার। এই পুরস্কার বিতরনী অনুষ্ঠানেই রেড কার্পেটে নজর কাড়া বলিউড তারকাদের উপস্থিতি চোখে পড়ে। 

PREV
17
ফিল্মফেয়ার পুরস্কারের রেড কার্পেটে বি-টাউনের ঢল, জানুন সেরার তালিকায় রইলেন কারা
মোস্ট স্টাইলিস্ট স্টার-এর তকমা পেলেন আলিয়া ভাট এবং বছরের সেরা মোস্ট গ্ল্যামারস স্টার পুরস্কার পান বরুণ ধাওয়ান।
27
হটস্টেপার অফ দ্য ইয়ার পুরস্কারে পুরস্কৃত হলেন কিয়ারা আডবাণী। রেডকার্পেটে সকলের নজর কাড়লেন এদিন আয়ুষ্মান খুরানা।
37
এজেস অ্যাহেড হটস্টেপার অফ দ্য ইয়ার পুরস্কার পান কার্তিক আরিয়ন। এদিন অনবদ্য লুকে নজর কাড়লেন সানি লিওন।
47
ফিল্মফেয়ার পুরস্কার উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় রেড কার্পেটে হাজির হয়েছিলেন নুসরত বারুচা ও করণ জোহার। সকল তারকাদের তাক লাগিয়ে এদিন রেড কার্পেট মাতালেন নুসরত।
57
সকলের নজর এখনও তিনি হট। মডেলিং কেরিয়ারে সকলের নজর কেড়ে এখন সেরার তালিকাতে রয়েছেন মালাইকা। ডিভা অব দ্য ইয়ার পুরস্কার পেলেন মালাইকা আরোরা।
67
ফিট অ্যান্ড ফ্যাবুলাস পুরস্কারে পুরস্কৃত হলেন কৃতি শ্যানন। স্টাইল আইকন-এর পুরস্কার পান সইফ আলি খান।
77
আধা শর্মা অনবদ্য লুকে সকলকে তাক লাগিয়ে দিলেন মৌনী রায় ও আধা শর্মা।
click me!

Recommended Stories