১৭ই মে কৌশানির জন্মদিন পালন হলেও, প্রতিবারের থেকে একটু অন্যরকম স্বাদ দিতে প্রেমিকাকে নিয়ে পাড়ি দেওয়া বলি-তে। সেখানেই এখন চুটিয়ে প্রেম করছেন দুই তারকা।
26
টলিউডের এখন পছন্দের তালিকায় ইন্দোনেশিয়া নামটা সবার আগে আসে। কদিন আগেই সেখান থেকেই হানিমুন সেড়ে ফিরলেন শ্রাবন্তী।
36
১৯-শে মে টলিউডের এই দুই তারকা শহর ছেড়ে বেড়িয়ে পরেন, ডেসটিনেশন কোথায় হদিশ মেলে তাদেরই সোশ্যাল পেজে।
46
ইন্দোনেশিয়ায় গিয়ে কেমন কাটছে তাদের সময়, তার উত্তর মেলে ছবিতে দুই তারকার মেজাজ দেখেই।
56
সপ্তাহ খানেক জন্য মুক্তি ডেট, টাইম, লাইট, ক্যামেরা থেকে। নিজের মনের মতন করে সাজিয়ে বনি কয়েকটা দিন উপহার দিলেন কৌশানিকে। উপহার সরূপ এর থেকে ভালো গিফট আর কিইবা হতে পারত।
66
বালি সাফারিতেও বেড়িয়ে পরেন তারা। শহর ঘুরে দেখা থেকে ডিনার, আড্ডা, সেলফি, টিকটক, মোটের ওপর ভালোই কাটছে দুই তারকার বালি ট্রিপ।