ধারাবাহিক খ্যাত রেশমি দেশাই-এর জনপ্রিয়তা একপ্রকার তুঙ্গে। প্রতিটি পদক্ষেপেই তাঁর গতিবিধি এখন দর্শকদের নজরে। কারণ তিনি বিগ বস সিজিন ১৩-র হট সদস্য। ধারাবাহিকের মাধ্যমে তিনি নিজেকে ঘরোয়া বধূর বেশে তুলে ধরলেও, তাঁর সোশ্যাল মিডিয়া পোজ বলে অন্য কথা। বর্তমানে বিতর্কে শীর্ষে থাকা এই অভিনেত্রীকে চিনে নিন ছবিতে ছবিতে।