নজরে সেলিব্রিটি ওয়ারড্রব! শপিং সারার আগে নজর রাখুন অর্পিতার প্রোফাইলে

সামনেই পুজো। আর সপ্তাহের শেষ মানেই শপিং মুখো পরিবার। খুদে সদস্য থেকে শুরু করে তরুণ-তরুণীর নজর কেবল হাল ফ্যাশনেই। চলতি বছর ট্রেন্ড কী! উত্তর মিলবে সেলিব্রিটিদের প্রোফাইলেই। তাই আজ নজরে রাখা অর্পিতা চট্টোপাধ্যায়ের ওয়ারড্রব। সেখান থেকেই নজরে এল বেশ কিছু পোশাক, যা এবারে পুজোর শপিং তালিকায় থাকতেই পারে। 

Jayita Chandra | Published : Aug 25, 2019 10:45 AM IST
16
নজরে সেলিব্রিটি ওয়ারড্রব! শপিং সারার আগে নজর রাখুন অর্পিতার প্রোফাইলে
পুরো দমে চলছে পুজোর শপিং। কিন্তু এই সময় দশটা দোকান দেখে শুনে কেনার মতন যদি সময় না থাকে, তবে নজরে রাখুন সেলিব্রিটিদের প্রোফাইল। সেখানেই মিলবে নিত্য নতুন হাল ফ্যাশনের পোশাকের খোঁজ।
26
ওয়েস্টার্ন থেকে ওয়ান পিস, সব দিকে থেকেই যেন সেরাটা থাকে আপনার সংগ্রহে। তেমনই কিছু পোশাকের দেখা মিলল অর্পিতা চট্টোপাধ্যায়ের ওয়ারড্রবে।
36
শাড়ির লুকেও থাকলে হবে পার্ফেকশনের ছোঁয়া। হালকা সাজেও কীভাবে নজর কাড়া যায় তারই নজির মিলল এই ছবিতে।
46
চলতি বছর ওয়ান পিসের চল বেশি বাজারে। তাই চাহিদাও বাড়ছে। কিন্তু এরই মাঝে কিনবেন কোনটা তা ট্রেন্ড দেখেই বাছাই করুন।
56
পুজোর সকালের সাজে যেন না থাকে কোনও খামতি। এই সময় একটা ভালো পোশাক যদি আপনার কাছে থাকে, যা হালকা রং-এর ও ট্রেন্ডি, তবে তা নিঃসন্দেহে আপনাকে আলাদা করে তুলবে।
66
সাজ নয়, পোশাকেই নজর কাড়ুন। জমকালো একটা এমন শাড়ি যদি আপনার কাছে থাকে, তবে তা শুধু পুজোতেই নয়, সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান থেকে পার্টিতেও আপনার সঙ্গী হয়ে উঠবে।
Share this Photo Gallery
click me!

Latest Videos