Jayita Chandra | undefined | Published : Jun 9, 2019 1:37 PM
15
সিম্প্লিসিটিতেই বাজি মাত গ্রীষ্মে। সেই ট্রেন্ডের কথা মাথায় রেখেই হালকা রঙের ক্যাজুয়াল পোশাকই বেছে নিলেন দিনের বেলার জন্য।
25
হলুদ রঙের পোশাক তার বরাবরই পচ্ছন্দের। সোনাম কাপুরের প্রোফাইল দেখতেই তা স্পষ্ট হয়ে যায়। ওস্টার্ন পোশাকে বেছে নিলেন হলুদ রঙ। পছন্দ করেন তিনি এই রঙের সুইমিং কস্টিউমও।
35
হলুদ রঙে তার পিছু ছাড়েনি কখনও। রেড কার্পেট থেকে ফিল্ম ফেস্টিভাল, স্পেশাল টাচেও রইল সেই রঙ।
45
সোনাম কাপুরের পোশাক ট্রেন্ড লক্ষ্য করলেই বোঝা যায়, ফর্মালের প্রতি তার আকর্ষণ কতটা। সেই দিকে নজর দিয়েই এখন সোনাম কাপুরের ফর্মাল লুক কপি হচ্ছে চতুর্দিকে। বাদ পড়ছেন না তারকাও।
55
কান ফিল্ম ফেস্টিভালে শেষ বেলায় পৌঁচ্ছলেও নজর কেরে ছিলেন সকলের। হালকা রঙ, আর সাধারণ মেকাপ, তাতেই হিট সোনাম টিপস।