খুশির ঈদে সামিল বাদশা, আব্রামকে কোলে নিয়ে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান

Published : Jun 05, 2019, 08:15 PM ISTUpdated : Jun 05, 2019, 08:17 PM IST

রীতি মেনেই ভক্তদের দর্শন দিলেন কিং খান আব্রামকে নিয়েই সকলের সামনে হাজির হলেন শাহরুখ খান

PREV
15
খুশির ঈদে সামিল বাদশা, আব্রামকে কোলে নিয়ে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান
ঈদের বিকেলে প্রতিবছরের মতনই এবছরেও ভক্তরা ভির জমালেন শাহরুখ খানের বাড়ির সামনে। সময় মতন হাজিরও হলেন বলিউড বাদশা।
25
মান্নাতের বাইরে আব্রামকে নিয়ে হাজির হলেন কিং খান। সাদা কুর্তা পাজামায় শাহরুখ খান ও লাল জামায় আব্রাম সকলের নজর কাড়ল এই দিন।
35
ভক্তদের সঙ্গে ওপর থেকেই সেলফি তুললেন শাহরুখ খান। বাবার ভক্তদেরকে শুভেচ্ছা জানালো আব্রামও। যদিও তারও ভক্তের সংখ্যা এখন বেজায় তুঙ্গে।
45
চলতি বছর ঈদে বেশ কিছুটা সময় শাহরুখ খান পরিবারের সঙ্গেই কাটালেন। তার থেকে খানিক সময় বার করে নিয়ে ভক্তদেরও মন জয় করলেন তিনি।
55
শাহরুখ খানের পরিবারে এখন খুশির মেজাজ। কয়েকদিন আগেই আব্রাম-এর জন্মদিন ধুমধামে পালন করেছেন তিনি। তার ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন কিং খান। এবার ঈদের মরশুমেও উৎসবের আমেজে গা ভাসালেন তিনি।
click me!

Recommended Stories