দাবাং ৩-এর ট্রেলার মুক্তিতে চুলবুল পান্ডে নয়, খোশ মেজাজে ধরা দিলেন সলমন

Published : Oct 24, 2019, 11:50 AM ISTUpdated : Oct 24, 2019, 02:23 PM IST

বুধবার মুক্তি পেল দাবাং ৩ ছবির ট্রেলার। সেই ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে বেজায় শুখ মেজাজে ধরা দিলেন সলমন খান। ছবির প্রমোশনে প্রথম থেকেই চুলবুল পান্ডেকেই এগিয়ে রেখেছিলেন সলমন। পাল্টে দিয়েছিলেন নিজের সোশ্যাল পেজের নামও। কিন্তু ট্রেলার মুক্তির আসরে পর্দায় চুলবুল পান্ডে থাকলেও ক্যামেরায় ধরা দিলেন বলিউড ভাইজান। সঙ্গে ছিল দাবাং ছবির পুরো টিম। দেখে নিন সেই মুহুর্তের বেশ কিছু ছবি। 

PREV
110
দাবাং ৩-এর ট্রেলার মুক্তিতে চুলবুল পান্ডে নয়, খোশ মেজাজে ধরা দিলেন সলমন
বুধবার মুম্বইয়ে মুক্তি পেল দাবাং ৩-এর ট্রেলার। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন সলমন খান সহ গোটা টিম। হাতে মাত্র কয়েকদিন। তারপরই মুক্তি পাবে দাবাং ৩।
210
দাবাং ৩ ছবিতে দেখা যাবে বেশ কয়েকটি নতুন মুখ। একদিকে চুলবুল পান্ডের অতিতের ঘটনায় জড়িয়ে থাকা নায়িকা অন্যদিকে ছবির ভিলেন।
310
ছবি নিয়ে প্রথম থেকেই বেজায় আশাবাদী সলমন খান। দাবাং ছবি যতবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ততবারই তা বক্স অফিসে নতুন ঝড় তুলেছে। এবার ডিসেম্বরে বক্স অফিস কাঁপাতে চলেছে এই ছবি।
410
আরবাজ খানের প্রযোজনাতে তৈরি হচ্ছে দাবাং ছবি। এদিন দাবাং ৩ ছবির ট্রেলার মুক্তিতে উপস্থিত ছিলেন তিনিও।
510
ছবিতে সোনাক্ষী সিনহার নয়া লুক মুক্তিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন দাবাং-এর মুখ্য চরিত্র চুলবুল পান্ডে। প্রকাশ্যেই বলেছিলেন ইনি হলেন আমার সুপার সেক্সি বউ।
610
ছবির ট্রেলার লঞ্চে দুই দিকে দুই নায়িকাকে নিয়ে পোজ দিয়ে ছবি তুললেন সলমন খান। এক দিকে ছিলেন সোনাক্ষী, অন্যদিকে বলিউডের নতুন মুখ সাই মঞ্জেরেকর।
710
ছবির কাজ শেষ। এখন শুধু শেষ পর্যায়ে প্রস্তুতির পালা। শুরু হয়েছে জোড় কদমে ছবির প্রচার পর্ব। ডিসেম্বরেই মুক্তি পাবে এই ছবি।
810
ছবির ট্রেলার লঞ্চের কয়েকমুহুর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কয়েক ঘন্টার মধ্য তা ছাড়িয়ে যায় পাঁচ লক্ষ ভিউ।
910
ছবিতে বেশ কিছুটা অংশে সলমনের বিপরীতে দেখা যাবে সাই মঞ্জেরেকরকে। দাবাং ৩ দিয়েই বলিউডে হাতে খড়ি হল তাঁর।
1010
আবারও দর্শকেরা ফিরে পেতে চলেছেন চুলবুল পান্ডেকে। তা নিয়ে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে।
click me!

Recommended Stories