হাজারও মানুযের স্বপ্ন সিলভার স্ক্রিন, মডেলিং, কিংবা ছোট চরিত্রে অভিনয় করে পরিচালকের নজর কাড়া। কিন্তু তাঁদেরই মধ্যে থাকে ভবিষ্যতের সুপারস্টার। ধিরে ধিরে সেই জায়গা করে নিয়ে বাজিমাত করেছেন খুব কম তারকাই। যাঁরা পেড়েছেন, তাঁদের মধ্যে অন্যতম নাম রজনীকান্ত। ৬৯ বছর বয়সেও তিনি সুপারস্টার। দক্ষিণীনের থালাইভার জন্মদিনে রইল তাঁর জীবনের কিছু অজানা অধ্যায়ের কোলাজ।