বয়সকে তুড়ি, যৌনমিলনে এগিয়ে এই দেশের মেয়েরা, চাঞ্চল্যকর তথ্য উঠে এল সমীক্ষায়

Published : Jan 26, 2021, 05:09 PM IST

যৌনতা এমনই একটা জিনিস যা নিয়ে অনেকেরই অনেক ফ্যান্টাসি রয়েছে। একেকজন একেকরকমভাবে যৌনতাকে উপভোগ করে। যৌনতায় পিছিয়ে নেই ভারতীয় মেয়েরা। বিষয়টা শুনলে অবাক হলেও সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় মেয়েরাই খুব কম বয়সেই সঙ্গমে মেতে ওঠেন এমনটাই দেখা গেছে সমীক্ষায়।  

PREV
17
বয়সকে তুড়ি, যৌনমিলনে এগিয়ে এই দেশের মেয়েরা, চাঞ্চল্যকর তথ্য উঠে এল সমীক্ষায়

ভারতীয় মেয়েরা আর কোনওদিকে এগিয়ে থাকুক বা না থাকুক যৌনতার দিক থেকে তারা অনেকটাই এগিয়ে রয়েছে।

27

সমীক্ষায় দেখা গেছে,  যৌনজীবন উপভোগ করতে ভারতীয় মেয়েরা অনেকটাই এগিয়ে।

37

মূলত দেখা গেছে, অনেকেই প্রথম ৩০ বছর বয়সে গিয়ে যৌনতার স্বাদা পান। আবার কেউ কেউ ২৪-২৫ বছরেও সঙ্গমেও মেতে ওঠেন।

47


এমনকী সমীক্ষায় এও দেখা যাচ্ছে, ভারতীয় মেয়েরা ১৯ বছর হওয়ার আগেই সঙ্গমে লিপ্ত হন।

57

নাবালিকা অবস্থাতে অর্থাৎ ১৫-১৬ বছর বয়সেও যৌনতাকে উপভোগ করেন অনেকেই। 

67


সমীক্ষায় দেখা গিয়েছিল এরম পুরুষ ও নারীর সংখ্যা ১ লক্ষেরও বেশি।

77


এছাড়াও সমীক্ষায় দেখা গেছে, গ্রামীণ ভারতে যাদের অনেক কম বয়সে বিয়ে হয়, সেক্ষেত্রেও সংখ্যাটা এতটাই বেশি।

click me!

Recommended Stories