জীবনের সব ক্ষেত্রে প্রয়োজন হয় ভালো বন্ধুর। কিন্তু অনেকেই রয়েছেন যারা বন্ধুকে পাশে চান, তবে ঠিক বন্ধুত্ব পাতাতে পারেন না। একজন ভালো বন্ধু (Good Friend) পাওয়া বেশ কঠিন কাজ। এটা যে কোনও বয়সেরই (Age) সমস্যা। আর বয়স্কদের (old People) জন্য এই সমস্যা আরও বেশি। আসলে জীবনের শেষের অংশে কারও সঙ্গে নতুন করে মানিয়ে নেওয়া বেশ কঠিন কাজ। অনেক সময় হয় যে প্রথম থেকেই অন্তর্মুখী মানুষদের বন্ধুর সংখ্যা এমনিতেই কম হয়। কিন্তু বন্ধুত্ব পাতানো বেশ সোজা, তা জানেন কি? এই ১০টা কৌশলের কথা জেনে নিন