'Empaths' মানুষকে অপরের অনুভূতি বুঝতে সাহায্য করে, কি এই 'Empaths', জেনে নিন

 'Empaths' মানুষকে একে অপরের অনুভূতি বুঝতে সাহায্য করে। এমপথ অপরের প্রতি অনুভূতি তৈরি করতেও সাহায্য করে। এই এমপথ বিভিন্ন ধরনের হয়ে থাকে। কি কি ধরনের এমপথ হতে পারে, জেনে নিন। 

Poulomi Nath | Published : Mar 15, 2021 11:33 AM
15
'Empaths' মানুষকে অপরের অনুভূতি বুঝতে সাহায্য করে, কি এই 'Empaths', জেনে নিন

Dream empath: অনেকে এমন স্বপ্ন দেখে যা ব্যক্তিগত জীবণে কাজে লাগিয়ে অনেক সমস্যার সমাধান করতে পারে। তাঁদের এই স্বপ্নই ব্যক্তিগত জীবণে অনেক সাহায্য করতে পারে, আর এই ধরনের এমপথকেই Dream empath বলে।  
 

25

Physical empath: এই এমপথের জোরে একজন মানুষ অপরজনের শারীরিক ক্ষমতা বুঝতে পারে। উদাহরণ স্বরূপ বলা যায় একজন অনেক্ষণ ধরে হাসছে, এই এমপথের জোরে তাঁর হাসার কারণটে বোঝা সম্ভব হবে।

35

Emotional empath: একজন যখন অপর একজনের আবেগ বুঝতে পারে তখন তাকে Emotional empath বলে। কারোর মন খারাপ থাকলে তা সহজেই বোঝা যায় এই এমপথের জোরেই।
 

45

অনেকেই গাছ খুব পছন্দ করেন। নিজের বাড়িতে গাছও লাগান। এই গাছের প্রতি প্রেমকেই Plant empath বলে। এই এমপথ মানুষের গাছের প্রতি প্রেম তৈরি করে।

55

Animal Empath: এই এমপথের জোরে একজন মানুষের পশুর সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি হতে পারে। কুকুরের প্রতি অনেকরই ভালোবাসা থাকে। এই এমপথের কারণেই সেই ভালোবাসা তৈরি হতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos