অনেকে আছেন যারা মানসিক (Mental) ও শারীরিক (Physical) উভয়ের সঙ্গে সম্পর্কীত। এমন অনেক মানুষ আছেন যারা অন্তরঙ্গ হতে ভয় পান। শুধু সহবাসই নয়, চুম্বন ও আলিঙ্গনের মতো কাজেও ভয় পান অনেকে। এই সবের কারণ হতে পারে ফোবিয়া। জানা গিয়েছে, কয়টি ফোবিয়া বা ভয় রোগ আছে, যাতে আক্রান্ত হলে শারীরিক সম্পর্কে অনিহা দেখা দেয়।