'Break Up' হলেই কেন এই ৫ কাজ করে বেশিরভাগ মেয়েরা, আপনার নেই তো এই বদ অভ্যেস

Published : Jun 26, 2021, 11:00 AM IST

 নর্মাল রিলেশন হোক কিংবা লং ডিসট্যান্স, লকডাউনের জেরে সব সম্পর্কেই যেন ভাটা পড়েছে। অন্যদিকে যারা নিয়মিত দেখা করত, তাদেরও দেখা করা বন্ধ হয়েছে। কবে দেখা হবে আবার, সেইদিকেই উঠছে প্রশ্নচিহ্ন। এহেন পরিস্থিতিতে  সম্পর্কে ফাটল, বিবাহ-বিচ্ছেদের মতো সমস্যা দানা বাঁধছে। কিন্তু সমীক্ষা বলছে,  সম্পর্ক থেকে বেরিয়েই মেয়েরাই কঠিন সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষত ব্রেক আপের পর এই পাঁচটি জিনিস মেয়ে অক্ষর অক্ষরে পালন করে থাকেন, আপনি নেই তো সেই তালিকায়, জেনে নিন বিশদে।

PREV
15
'Break Up' হলেই কেন এই ৫ কাজ করে বেশিরভাগ মেয়েরা, আপনার নেই তো এই বদ অভ্যেস

সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার পরও বেশিরভাগ মেয়েরাই এই বিশেষ কাজ করে থাকেন। তার মধ্যে হল সোশ্যাল মিডিয়ায় হানা। প্রাক্তন সিঙ্গল না কমিটেড তা জানার জন্য  সর্বদাই মুখিয়ে থাকে মেয়েরাই।

25


ব্রেকআপ পরই বয়ফ্রেন্ডকে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ব্লক করে দেয় মেয়েরা। তারপরই ফের আনব্লক করে। যাতে ছেলেটির গতিবিধি তার ট্র্যাকে থাক।

35

ব্রেকআপ হতে না হতেই এমন এক প্রচেষ্টা থাকে মেয়েদের যেন তিনি সবথেকে খুশি মানুষ এই পৃথিবীর। অনেকে হয়তো সত্যিকারের খুশি থাকে। আবার কেউ কেউ পুরো বিষয়টি শো-অফ করার জন্য করে থাকে।

45


সোশ্যাল মিডিয়ায় এখনকার দিনে কম-বেশি সকলেই অ্যাক্টিভ, অনেকেই জানি এই বিষয়টি বেশি দেখানোর চেষ্টা করে। সেটা নিজের এক্স বয়ফ্রেন্ডকে দেখানোর জন্যই করে।

55


সোশ্যাল মিডিয়ায় এখনকার দিনে কম-বেশি সকলেই অ্যাক্টিভ, অনেকেই জানি এই বিষয়টি বেশি দেখানোর চেষ্টা করে। সেটা নিজের এক্স বয়ফ্রেন্ডকে দেখানোর জন্যই করে।
 

click me!

Recommended Stories