ছেলেদের কোন জিনিসটার প্রতি নজর আটকে থাকে মেয়েদের, জানলে আঁতকে উঠবেন

রাস্তায় চলতে ফিরতে একে অপরের দিকে ঝাড়ি মারা চলতেই থাকে। তবে শুধু ছেলেরাই নয়, মেয়েরাই কম কীসে। তবে মেয়েরা যখন ছেলেদের দিকে তাকায় তখন সবার আগে কোন জিনিসের দিকে তাদের চোখ যায়, এটা কি জানেন, সম্প্রতি সমীক্ষায় একটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে। ছেলেদের দিকে তাকানোর সময় কোন জিনিসের উপর মেয়েদের চোখ পড়ে, জানলে চমকে যাবেন।

Riya Das | Published : Aug 2, 2021 7:04 AM IST
15
ছেলেদের কোন জিনিসটার প্রতি নজর আটকে থাকে মেয়েদের, জানলে আঁতকে উঠবেন
ছেলেরা মেয়েদের যেমন অনেককিছু দেখে থাকে ঠিক তেমনই মেয়েরাও এক কাঠি উপরে। কোনও অপরিচিত ছেলের দিকে তাকানোর সময় মেয়েরা সবসময়েই তাদের চোখের দিকে তাকায়।
25
ছেলেটি কোনদিকে তাকিয়ে রয়েছ বা কী দেখছে সেটা তার চোখের দিকে তাকালেই লক্ষ্য করা যায়। কোনও পুরুষের চোখের দৃষ্টিই তার মানসিকতা ও চরিত্রকে স্পষ্ট বুঝিয়ে দেয়।
35
ছেলেটি কতটা পরিষ্কার তা নির্ভর করে তার জুতো দেখে। তার চোখের পর সোজা মেয়েদের চোখ পড়ে ছেলেদের জুতোতে। ছেলেটির পোশাকও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার জামাকাপড়ই তার পছন্দকে ফুটিয়ে তোলে।
45
ছেলেটির বডি ল্যাঙ্গুয়েজই বলে দেবে তার চরিত্র কেমন হবে। ভাল ইম্প্রেশন করার জন্য সবার আগে নিজেকে ঠিক রাখতে হবে। ছেলেটি কতটা ভাল ও মনযোগী সেদিকেও খেয়াল রাখে মেয়েরা।
55
হাতখোলা ছেলেদেরই মেয়েরা বেশি পছন্দ করে। তার সঙ্গে ম্যানার্স, ব্যবহার সবকিছু খতিয়ে দেখে মেয়েরা।
Share this Photo Gallery
click me!

Latest Videos