যৌন মিলনের পর স্পষ্ট ফুটে উঠেছে 'লাভ বাইট', দাগ দূর করার রইল সহজ ট্রিকস

যৌনতা নিয়ে একেক জনের একেক রকমের ফ্যান্টাসি রয়েছে। অনেকেই বিভিন্ন রকমভাবে যৌনতাকে উপভোগ করে। সঙ্গমের সময় কোনওদিকেই খেয়াল থাকে না। পরিপূর্ণভাবে তা উপভোগ করতে গিয়েই অন্তিম মুহূর্তে সারা শরীরে ফুটে ওঠে ভালবাসার সেই দাগ। যাকে কিনা ইংরাজিতে বলে 'লাভ বাইটস'। এই ভালবাসার দাগ পরম আদরের হলেও লোকের চোখে তা ভীষণই দৃষ্টিকটু। যৌন মিলনের পর এই দাগ নিয়ে অনেকেই ভীষণ চিন্তিত হয়ে পড়েন। কারণ গলায়, ঘাড়ে এই দাগ দেখে সকলেই যেন কানাঘুষো করেন। এবার আর কোন চিন্তা নেই, ভালবাসার এই লাভ বাইটস নিমেষে উধাও হবে এই চটজলদি ট্রিকসে। 

Asianet News Bangla | Published : Aug 25, 2020 9:30 AM IST / Updated: Aug 25 2020, 03:05 PM IST
18
যৌন মিলনের পর স্পষ্ট ফুটে উঠেছে 'লাভ বাইট',  দাগ দূর করার রইল সহজ ট্রিকস

সঙ্গীনিকে চরম তৃপ্তি দিতে সেক্স পজিশন ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একঘেয়ে সেক্স পজিশনে সঙ্গমে একঘেয়েমি চলে আসে। আর সঙ্গমের সময় কোনওকিছুই যেন মাথায় থাকেনা।

28

যৌনতায় দিশেহারা হয়েই  সারা শরীর জুড়ে  ফুটে ওঠে ভালবাসার সেই দাগ। যাকে কিনা ইংরাজিতে বলে 'লাভ বাইটস'। এই ভালবাসার দাগ পরম আদরের হলেও লোকের চোখে তা ভীষণই দৃষ্টিকটু। 

38

গলায়, ঘাড়ে কিংবা কানে যেখানেই এই দাগ পরুক না কেন তা নিয়ে প্রেমিক-প্রেমিকা আদিখেত্যা অন্যদের কাছে সমালোচনার বিষয়। এবার থেকে সেই সমস্যার সমাধান হবে নিমেষে।

48

যেখানে লাভ বাইট ফুটে উঠেছে সেই জায়গায় অন্তত বরফ দিয়ে ঘষে নিন। মিনিট ৫-১০ চেপে রাখুন বরফ।

58


একটা চামচ ফ্রিজের মধ্যে রেখে দিন বেশ কিছুক্ষণ। তারপর ওই জায়গায় চেপে ধরে রাখুন আরও অনেকক্ষণ।

68

একটানা পরপর এইভাবে বরফ দিলেই দেখবেন দাগটা ক্রমশ হালকা হয়ে গেছে।

78

বরফ দেওয়ার পরই ওই জায়গায় ফের রক্ত সঞ্চালন স্বাভাবিক হবে এবং দ্রুত সেই জায়গাটি আগের মতোন নর্মাল হয়ে যাবে।

88

রাতের বেলা বরফ দেওয়ার পর ময়েশ্চারাইজার দিয়ে ওই জায়গায় ভাল করে ম্যাসাজ করুন।

Share this Photo Gallery
click me!

Latest Videos