Published : Aug 25, 2020, 03:00 PM ISTUpdated : Aug 25, 2020, 03:05 PM IST
যৌনতা নিয়ে একেক জনের একেক রকমের ফ্যান্টাসি রয়েছে। অনেকেই বিভিন্ন রকমভাবে যৌনতাকে উপভোগ করে। সঙ্গমের সময় কোনওদিকেই খেয়াল থাকে না। পরিপূর্ণভাবে তা উপভোগ করতে গিয়েই অন্তিম মুহূর্তে সারা শরীরে ফুটে ওঠে ভালবাসার সেই দাগ। যাকে কিনা ইংরাজিতে বলে 'লাভ বাইটস'। এই ভালবাসার দাগ পরম আদরের হলেও লোকের চোখে তা ভীষণই দৃষ্টিকটু। যৌন মিলনের পর এই দাগ নিয়ে অনেকেই ভীষণ চিন্তিত হয়ে পড়েন। কারণ গলায়, ঘাড়ে এই দাগ দেখে সকলেই যেন কানাঘুষো করেন। এবার আর কোন চিন্তা নেই, ভালবাসার এই লাভ বাইটস নিমেষে উধাও হবে এই চটজলদি ট্রিকসে।
সঙ্গীনিকে চরম তৃপ্তি দিতে সেক্স পজিশন ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একঘেয়ে সেক্স পজিশনে সঙ্গমে একঘেয়েমি চলে আসে। আর সঙ্গমের সময় কোনওকিছুই যেন মাথায় থাকেনা।
28
যৌনতায় দিশেহারা হয়েই সারা শরীর জুড়ে ফুটে ওঠে ভালবাসার সেই দাগ। যাকে কিনা ইংরাজিতে বলে 'লাভ বাইটস'। এই ভালবাসার দাগ পরম আদরের হলেও লোকের চোখে তা ভীষণই দৃষ্টিকটু।
38
গলায়, ঘাড়ে কিংবা কানে যেখানেই এই দাগ পরুক না কেন তা নিয়ে প্রেমিক-প্রেমিকা আদিখেত্যা অন্যদের কাছে সমালোচনার বিষয়। এবার থেকে সেই সমস্যার সমাধান হবে নিমেষে।
48
যেখানে লাভ বাইট ফুটে উঠেছে সেই জায়গায় অন্তত বরফ দিয়ে ঘষে নিন। মিনিট ৫-১০ চেপে রাখুন বরফ।
58
একটা চামচ ফ্রিজের মধ্যে রেখে দিন বেশ কিছুক্ষণ। তারপর ওই জায়গায় চেপে ধরে রাখুন আরও অনেকক্ষণ।