সাবধান, স্বামী-স্ত্রীর এই সমস্যা থাকলেই সন্তান হবে না কোনওদিনই

Published : Nov 30, 2020, 03:54 PM ISTUpdated : Nov 30, 2020, 04:05 PM IST

দাম্পত্য জীবনকে সুখী করে তোলে সন্তান। কারণ সন্তানই যে কোনও দাম্পত্য জীবনে আশীর্বাদ। স্বামী-স্ত্রী-পরিবারের মধ্যে একটি সেতুবন্ধনের কাজ করে এই সন্তান। কিন্তু সন্তানহীন দাম্পত্য একটি ভাল সম্পর্কেও চিড় ধরায় মুহূর্তে। মুহূর্তেই নেমে আসে চরম অশান্তি। তবে শুধু মেয়ে নয়, ছেলেদেরও এই সমস্যার কারণে সন্তানের মুখ দেখতে পারেননা দম্পত্তিরা। জেনে নিন বিশদে।

PREV
17
সাবধান, স্বামী-স্ত্রীর এই সমস্যা থাকলেই সন্তান হবে না কোনওদিনই

সন্তানই যে কোনও দাম্পত্য জীবনে আশীর্বাদ।স্বামী-স্ত্রী-পরিবারের মধ্যে একটি সেতুবন্ধনের কাজ করে সন্তান।

27


 কিন্তু সন্তানহীন দাম্পত্য একটি ভাল সম্পর্কেও চিড় ধরায় মুহূর্তে। মুহূর্তেই পারিবারিক জীবনে নেমে আসে চরম অশান্তি।
 

37

সন্তান না হলেই মেয়েদের দোষ তা এখনও মানে বেশ কিছু পরিবার। কিন্তু মেয়েরাই শুধু নয়, ছেলেদের কারণেও সন্তানের মুখ দেখতে পারেন না অনেকেই।

47

তবে সন্তান না হওয়ার জন্য একজন মেয়েকে বিভিন্ন কথা শুনতে হয়,  কিন্তু এই সমস্যা এখন উভয়েরই।

57

বন্ধ্যাত্ব জনিত সমস্যায় মেয়েদের পাশাপাশি ছেলেরাও অনেক এগিয়ে।

67

সাধারণ ভাবে শুক্রাণু উৎপাদন করতে না পারলে একজন পুরুষ সন্তান জন্ম দিতে ব্যর্থ হয়। জিনগত সমস্যা এবং ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে এই সমস্যা হয়।

77

জরায়ুর সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, কিডনির রোগ, ক্যান্সার ইত্যাদি কারণে মেয়েদের এই সমস্যা হয়।

click me!

Recommended Stories