শারীরিক সৌন্দর্য থেকে হারানো যৌবন ফিরে পেতে কার্যকরী রসুন। এছড়াও নানান রোগের হাত থেকে বাঁচতে রসুনের অনেক উপকারিতা রয়েছে। অতিরিক্ত কাজের চাপে হারিয়ে যেতে বসেছে নিজেদের ভালবাসার সম্পর্ক, যার পরিণতি বিবাহবিচ্ছেদ। এবং বিবাহবিচ্ছেদের মধ্যে একটি বড় কারণ হল শারীরিক সম্পর্ক। একঘেয়েমি জীবনযাপনের মধ্যে শারীরিক সম্পর্ক যেন ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। আর তার শেষ পরিণতি বিবাহ-বিচ্ছেদ। সেই সম্পর্ককেও জোড়া লাগাতে পারে এই ছোট্ট একটি রসুন।
যৌবন ধরে রাখতে প্রতিদিন মধু ও লেবুর সঙ্গে এক কোয়া রসুন মিশিয়ে খান। এতে তারুণ্য ফিরে আসবে।
27
দাম্পত্য কলহ থেকে মুক্তি পেতে রসুনের এই টিপস দারুণ কার্যকরী।
37
একঘেয়েমি জীবনযাপনের মধ্যে শারীরিক সম্পর্ক যেন ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। আর তার শেষ পরিণতি বিবাহ-বিচ্ছেদ। সেই সম্পর্ককেও জোড়া লাগাতে পারে এই ছোট্ট একটি রসুন।
47
অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি প্যারাসাইট চিকিৎসার কাজে বহুল ব্যবহৃত একটিউপাদান হল রসুন।
57
যারা দীর্ঘদিন ধরে ঠান্ডার সমস্যায় ভুগছেন সেখান থেকে চিরতরে মুক্তি পেতে গেলে প্রতিদিন খান এই এককোয়া রসুন।