স্মার্টফোন থেকে সেক্স, ক্রমশ আসক্তি বাড়ছে ভারতীয় মহিলাদের, জানাচ্ছে সমীক্ষা

মানুষ যত উন্নতি হচ্ছে ক্রমশ প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমের আগে অবধি প্রযুক্তি ছাড়া এক মুহূর্তও আমাদের চলে না। এর মধ্যে মহামারীর ফলে ঘরবন্দি হয়ে পড়েছিল সকলেই। সেই সময়ে বাইরের জগতের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই স্মার্টফোন। এক সমীক্ষা অনুসারে জানা গিয়েছে, এই সময় থেকেই ক্রমশ ভারতীয় মহিলাদের মধ্যে বাড়ছে স্মার্টফোন থেকে সেক্স এবং সেক্স চ্যাটে অংশগ্রহণের আসক্তি।

deblina dey | Published : Sep 22, 2020 8:59 AM IST
17
স্মার্টফোন থেকে সেক্স, ক্রমশ আসক্তি বাড়ছে ভারতীয় মহিলাদের, জানাচ্ছে সমীক্ষা

স্মার্টফোনগুলি আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। এক নতুন সমীক্ষা অনুসারে,প্রায় ৬২ শতাংশ ভারতীয় মহিলা মোবাইলে সেক্স চ্যাটে অংশ নেন।

27

এই সমীক্ষায় আরও দেখা গিয়েছে যে ১৯ শতাংশ ভারতীয় মহিলা যৌন আগ্রহ নিয়ে তাদের পছন্দের সঙ্গীও খুঁজছেন অ্যাপের সাহায্যে। 

37

প্লাস ওয়ান জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, এই তথ্য সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

47

বিশ্বজুড়ে মহিলারা কীভাবে তাদের যৌন চাহিদার জন্য অনলাইনে ইন্টারেক্ট করেন এবং যৌন সম্পর্কে নারীদের দৃষ্টিভঙ্গি কীরূপ সেই বিষয়েই করা হয় এই গবেষনা।

57

গবেষকরা ভারত থেকে মোট ২৩,০৯৩ জন মহিলা এবং বিশ্বজুড়ে ১৯১ টি দেশের মোট ১,৩০,৮8৮ জন মহিলার উপর এই সমীক্ষা চালানো হয়।

67

কিনসে ইনস্টিটিউটের সহযোগী পরিচালক আমান্ডা জেসেলম্যান বলেছেন, ‘বিশ্বজুড়ে বহু নারীর যৌনজীবনে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানার জন্য এটিই আমাদের প্রথম সমীক্ষা’। 

77

সমীক্ষায় দেখা গিয়েছে যে, ১৯ শতাংশ মহিলারা তাদের যৌন সম্পর্ক তৈরির জন্য অ্যাপগুলির উপর বেশি নির্ভর করে।

Share this Photo Gallery
click me!

Latest Videos