পরিবারের বাইরে বেরিয়ে এবার দুজন দুজনকে খানিকটা সময় দিন। বেশ খানকিটা সময় নিজেদের জন্য রাখুন।
কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। তবে সবার আগে মাথায় রাখতে হবে যে সুরক্ষার কথা। কোনও বিপদ জানো না নেমে আসে।
একে অন্যের কাজগুলো ভাগ করে নিয়ে কিছুটা হলেও নিজেদের হাতে সময় রাখুন। কথা বলুন।
অবিশ্বাসের বা বিতর্কের বিষয়গুলো নিয়ে খুলে কথা বলুন।নিজের যুক্তি অন্যকে বোঝানোর চেষ্টা করুন । তাঁর যুক্তিটাও বুঝুন।
যেতে পারেন কোনও ডিনার ডেটে। পছন্দের কোনও জায়গায়। টানা এতোদিন বাড়িতে থাকার পর পুরোনো রেস্তোয়ার স্মৃতি ফেরান।
মনের ভেতরে পুশে রাখা কোনও অভিমান ঝেড়ে ফেলে দিন। এতে দুরত্ব বাড়ে। উপহার কিনে সারপ্রাইজও দিতে পারেন।
উৎসবের মরসুমে শপিং, প্যান্ডেল হপিং বন্ধ হলে কী হবে, অনলাইনেই সেলিব্রেশনে মাতুন।
Jayita Chandra