শুরু প্রেম দিবসের সাত কাহন, প্রথম পর্বে গোলাপ, জেনে নিন কাকে দেবেন কোন রোজ

টিক টক... টিক টক.। ঘড়ির কাটা এভাবেই জানান দেয় আসতে চলেছে ভ্যালেনটাইনস ডে। এই দিন কোন প্রিয়জনের হাতে তুলে দেবেন কোন গোলাপ, তা নিয়ে মাথা ব্যাথা! গোলাপ কেনার আগে জেনে নিন কোন রঙের গোলাপটি আদর্শ আপনার প্রিয়জনের জন্য। 

Jayita Chandra | Published : Feb 7, 2020 3:34 AM IST / Updated: Feb 07 2020, 09:48 AM IST
110
শুরু প্রেম দিবসের সাত কাহন, প্রথম পর্বে গোলাপ, জেনে নিন কাকে দেবেন কোন রোজ
লাল গোলাপঃ লাল গোলাপ ভালোবাসার প্রতীক। কাউকে ভালোবেসে থাকলে, কিংবা প্রেমের প্রস্তাব দিতে আজ বেছে নিন এই রং।
210
হলুদ গোলাপঃ এই গোলাপ বন্ধুত্বের প্রতীক। দীর্ঘদিনের কাছের বন্ধুর হাতে আজ তুলে দিন এই ফুল।
310
সাদা গোলাপঃ শান্তির প্রতীক এই গোলাপ। সাধারণত কাউকে আন্তরিকতা বোঝাতে দেওয়া হয় এই গোলাপ।
410
গোলাপী গোলাপঃ কমনীয়তা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। কারুর প্রতি কৃতজ্ঞ থাকলে এই ফুল দিন।
510
নীল গোলাপঃ রহস্যময় সম্পর্কের প্রতীক এই ফুল। তাই ভেবে চিন্তেই এই ফুল কাউকে দেওয়া উচিত।
610
রেনবো গোলাপঃ এটি এখন ফ্যাশন, কাউকে রঙিন জীবনের বার্তা পাঠাতে এই রঙের ফুল উপহার দিন।
710
কমলা গোলাপঃ কাউকে উৎসাহ দিতে, নতুন কাজের পথে তাঁকে শুভেচ্ছা জানাতে এই ফুল হাতে তুলে দিন।
810
ক্রিম গোলাপঃ কাছের মানুষ, যাঁর ব্যক্তত্ব দ্বারা আপনি প্রভাবিত, এক কথায় যাঁকে আপনি আদর্শ মনে করেন, তাঁকে এই ফুল।
910
বার্গেন্ডি গোলাপঃ কারুর রূপে মুগ্ধ হয়ে থাকলে নিঃসন্দেহে তাঁর হাতে তুলে দিন এই গোলাপ।
1010
বিভিন্ন রঙের গোলাপঃ এই গোলাপ প্রকৃত ভালোবাসা উজার করে বোঝাতে সাহায্য করবে, যার মধ্যে বন্ধুত্ব, আবেগ, ভালোবাসা, শান্তি, সৌন্দর্য সবই থাকবে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos