উদ্দাম সঙ্গমের পর কাছে রাখতে পারছেন না সঙ্গীকে, যৌনমিলনে কেন বাড়ছে অনিহা, জানাল বিশেষজ্ঞরা

Published : Jul 24, 2021, 01:01 PM IST

যৌনতা এমনই একটা জিনিস যা নিয়ে অনেকেরই ভিন্ন রকমের ফ্যান্টাসি রয়েছে। একেকজন একেক রকমভাবে যৌনতাকে উপভোগ করে। তবে সমীক্ষায় দেখা গেছে, সারাদিনের কাজের শেষে ক্লান্ত শরীর যখন বিশ্রাম করে তখনই যৌনতাকে উপভোগ করেন কাপলরা। এই সময়েই যৌন চাহিদা দ্বিগুণ বেড়ে যায়। সম্প্রতি এক সমীক্ষায় গেছে, বর্ষাকালেই যৌন চাহিদা দ্বিগুন কমে যায়। কারণ মেঘলা দিনেই নাকি অবসাদ গ্রাস করে নারীকে। আর সেই কারণেই সঙ্গীনিকে চরম তৃপ্তি দেওয়ার পরিবর্তে সম্পর্ক ক্রমশ ফিকে হতে থাকে। কিন্তু কেন এমনটা হয়, জানলে চমকে যাবেন।

PREV
17
উদ্দাম সঙ্গমের পর কাছে রাখতে পারছেন না সঙ্গীকে, যৌনমিলনে কেন বাড়ছে অনিহা, জানাল বিশেষজ্ঞরা

বৃষ্টির সঙ্গে রোম্যান্স যেন ওতপ্রোতভাবে জড়িত। বর্ষাকালে অনেকেই বেশি করে যৌন মিলনে মেতে উঠছেন । কিন্তু সমীক্ষায় দেখা গেছে,  বর্ষাকালে বেশিরভাগ মেয়েদের মেজাজ  ঠিক থাকে না  ।

27

সমীক্ষায় দেখা গেছে, প্যাচপ্যাচে বর্ষার  দিনে ১৪ শতাংশের কম মহিলার মুড ঠিক থাকে না।

37


তবে শুধু মহিলারাই নন, পুরুষদের শরীরেরও এর প্রভাব পড়ে।  কারণ বর্ষাকালে পুরুষের শরীরে  টেস্টোস্টেরনের ক্ষরণ কমে যায়।

47


তবে শুধু মহিলারাই নন, পুরুষদের শরীরেরও এর প্রভাব পড়ে।  কারণ বর্ষাকালে পুরুষের শরীরে  টেস্টোস্টেরনের ক্ষরণ কমে যায়।

57

সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার অর্থাৎ  বছরের নিদির্ষ্ট  কিছু ঋতুতে অবসাদ মনকে গ্রাস করে। আর সেই ঋতুর তালিকায় রয়েছে বর্ষাকাল। 

67


কম আলোয় মস্তিষ্ক থেকে সেরোটোনিনের ক্ষরণ কমে, যার ফলে যৌন উত্তেজনা প্রশমিত হয়। এবং সেই কারণেই  যৌন মিলনও শিথিল হতে থাকে।

77

অপর দিকে সেরোটোনিনের ক্ষরণ বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ও নারীর কামশক্তিও বেড়ে যায়। 

click me!

Recommended Stories