বিয়ের প্রথম ৬ মাস থেকে ১ বছর সময়টা অধিকাংশেরই খুব ভালো কাটে। তারপর থেকে বাড়তে থাকে জটিলতা। ছোট খাটো বিষয় অশান্তি লেগে থাকে। সম্পর্কের মাঝে জায়গা পায় ভুল বোঝাবুঝি। এই সবের থেকে দূরত্ব তৈরি হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এক ছাদের তলায় থেকে দুজন যেন আলাদা আলাদা জগতে বাস করেন। এভাবে প্রথম কটা বছর কেটে গেলেও পরিণতি বিবাহ বহির্ভূত সম্পর্ক আর শেষে বিচ্ছেদ। কেউই চান না বিয়ে ভেঙে যাক। কিন্তু, পরিস্থিতির চাপে এমন জটিলতা তৈরি হয়।