গবেষণায় দেখা গেছে, রাতের বেলা একা ঘুমোলে মাথায় নানারকমের চিন্তা আসে। আর ঘুম না আসলেই মোবাইল নিয়ে সময় কাটানো তো আছেই, যার ফলে ঘুমটা আরও দেরিতে আসে, এবং ঘুমও ভাল হয়না। তবে আপনার পাশে সঙ্গী থাকলেই তার সঙ্গে কথা বললেও সারাদিনের মানসিক ক্লান্তি দূর হয়ে যাবে নিমেষে।