গ্র্যান্ড মাস্টার হওয়ার পর লিওন জানিয়েছেন,গ্র্যান্ডমাস্টার হতে পেরে আমি দারুণ খুশি। অনেক কঠোর পরিশ্রমের ফলেই এটা অর্জন করতে পারলাম। আমার বাবা-মা, কোচ বিশু প্রসন্ন ও স্পনসর-সকলেরই কাছেই আমি কৃতজ্ঞ। আমাগি দিনে আরও বড় হবার স্বপ্ন দেখা ও কঠোর প্ররিশ্রম করাই লক্ষ্য গোয়ার কিশোরের।