সাগর তীরে যেন উষ্ণতা বাড়াচ্ছেন জলপরী, সত্যি এখনও নেশা ধরাবে শারাপোভার বিকিনি ফটোশুট

টেনিস কোর্ট আর গ্লামারের সম্পর্ক চিরন্তন। টেনিস কোর্টে বিভিন্ন সময়ে একাধিক মহিলা প্লেয়ার ঝড় তুলেছেন। তবে সেই ঝড় শুধু তাদের খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তাদের রূপের ঝড়েও কাহিল হয়েছেন সকলেই। তেমনই একজন টেনিস তারকা ছিলেন মারিয়া শারাপোভা। চলতি বছরেই টেনিসকে বিদায় জানিয়েছেন শারাপোভা। টেনিসে তার অবদান চির স্মরণীয়। টেনিসের পাশাপাশি নিজের লুকস ও হটনেস দিয়েও বিশ্বকে মাত করেছিলেন শারাপোভা। বিভিন্ন সময়ে শারাপোভার বিকিনি ফটোশুট ঝড় তুলেছে নেট দুনিয়ায়। চলুন দেখা যাক মারিয়া শারাপোভার কিছু বিকিনি ফটোশুট যা চিরকাল অমলিন হয়ে থাকবে তার ভক্তদের মনে।
 

Sudip Paul | Published : Dec 14, 2020 11:05 AM IST / Updated: Dec 15 2020, 12:52 AM IST
115
সাগর তীরে যেন উষ্ণতা বাড়াচ্ছেন জলপরী, সত্যি এখনও নেশা ধরাবে শারাপোভার বিকিনি ফটোশুট

রাশিয়ান টেনিস গ্ল্যামার কুইন মারিয়া শারাপোভা চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি টেনিস কোর্টকে বিদায় জানিয়েছেন।                               ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম

215

টেনিস দুনিয়ায় সব থেকে সুন্দরী, হট, গ্লামারস, সেক্সি খেলোয়ারদের মধ্যে শারাপোভা অন্যতম সেরা।                            ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম

315

২০০৪ সালে উইম্বলডন জিতে প্রথম প্রচারের আলোয় প্রবেশ করেন মারিয়া শারাপোভা।             ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম

415

আবির্ভাবেই বুঝিয়ে দিয়েছিলেন বিশ্ব টেনিসকে শাসন করতে নতু ন তারকার আগমন ঘটে গিয়েছে।         ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম

515

নিজের দীর্ঘ কেরিয়ারে ৫টি গ্র্যান্ড স্ল্যাম সহ একাধিক ট্রফি জিতেছেন রাশিয়ান টেনিস সুন্দরী।          ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম

615

তার পাঁচটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে ২টি ফ্রেঞ্চ ওপেন ও একটি করে উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন।                                ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম

715

মাঝে ডোপিং কাণ্ডে নাম জড়ানোয় শারাপোভাকে নির্বসনে পাঠিয়েছিল ডব্লুটিএ।                      ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম

815

নিষিদ্ধ মাদক নেওয়ার জন্য ২ বছরের নির্বাসনের সাজা হয় শারাপোভার।                       ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম

915

পরে নির্বাসনের মেয়াদ কমিয়ে ১৫ মাস করা হলেও, নির্বাসনের কারণে ২০১৬ সালের অলিম্পিকে অংশ নিতে পারেননি শারাপোভা।                                      ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম

1015

তাঁর শেষ ম্যাচ গত জানুয়ারি মাসে অস্ট্রেলীয় ওপেনে। তারপরই ২৬ ফেব্রুয়ারি মাসে টেনিসকে বিদায় জানান শারাপোভা।                          ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম

1115

নিজের কেরিয়ারে বহু আর্ন্তজাতিক ব্র্যান্ডের মুখ। আর বহু ফ্যশন ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন মারিয়া শারাপোভা।                                ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম

1215

সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় মারিয়া শারাপোভা। বিভিন্ন সময় নিজের বিকিনি ফটোশুট শেয়ার করেন তিনি।                                               ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম

1315

মারিয়া শারাপোভার বিকিনি ফটোশুট সোশ্যাল মিডিয়ায় মুহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে। বন্যা বয়ে গিয়েছে লাইক ও কমেন্টের।                                            ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম

1415

মারিয়া শারাপোভার রূপের ঝলক দেখার জন্য তার ফ্যানেরা অধীর আগ্রহে বসে থাকেন। টেনিস সুন্দরীও তার ফ্যানেদের কখনও নিরাশ করেননি।                                ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম

1515

অবসর জীবনে বেশ খোশ মেজাজেই  রয়েছেন মারিয়া শারাপোভা। সোশ্যাল মিডিয়ায় অ্য়াক্টিভ থাকার পাশাপাশি পরিবারের সঙ্গেও সুখী জীবন উপভোগ করছেন বিশ্ব টেনিসের অন্যতম সেরা সুন্দরী তারকা।                                                            ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম

Share this Photo Gallery
click me!

Latest Videos