কেউ অভাবে কেউ স্বভাবে, খেলার জগৎ ছেড়ে পর্ণ দুনিয়া মাতাচ্ছেন এই ক্রীড়াবিদরা

কেউ অভাবে খারাপ হয়, কেউ খারাপ হয় স্বভাবে। ক্রিড়া দুনিয়াও (Sports World) তার বাইরে নয়। বিশ্ব জুড়ে এমন অনেক ক্রীড়াা  ব্যক্তিত্ব (Sports Person)রয়েছে যারা নানা কারণে খেলা ছেড়েছেন এবং বেছে নিয়েছেন পর্ণ দুনিয়াকে (Porn World)। রাতারাতি শুধু অর্থ উপার্জন নয়, পর্ণ দুনিয়ায় হয়ে উঠেছেন পর্ণ  স্টার (PornStar)। আজ আপনাদের জানাবো এমনই কিছু ক্রীড়া ব্যক্তিত্বদের সম্পর্কে। যাদের ছবি ভাইরাল নেট দুনিয়া।

Sudip Paul | Published : Apr 13, 2022 1:17 PM IST
110
কেউ অভাবে কেউ স্বভাবে, খেলার জগৎ ছেড়ে পর্ণ দুনিয়া মাতাচ্ছেন এই ক্রীড়াবিদরা

অস্ট্রেলিয়ার প্রাক্তন কার রেসার রেনে গার্সির (Renee Gracie) কথা আমাদের সকলের জানা। অভাবের তারনার তাকে ছাড়তে হয়েছিল কার রেসিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন কার রেসার রেনে গার্সির কথা আমাদের সকলের জানা। অভাবের তারনার তাকে ছাড়তে হয়েছিল কার রেসিং।

210

বর্তমানে কোটি কোটি টাকা রোজগার করছে রেনে গার্সিয়া। পরিবারও নিজের সব ,মস্যার সমাধানও করেছেন নিজেই।তবে কার রেসিং যে তার ভালোবাসা ও স্বপ্ন সেই কথা জানিয়েছেন। সুযোগ পেলে ফের কার রেসিংয়ে নামার ইচ্ছে প্রকাশও করেছেন রেনে।

310

সেই রেসার রেনে ড্রাইভিংয়ের হটসিট ছেড়ে নিজের ‘হট’ অবতারে পুরুষদের রাতের ঘুম কেড়েছেন।  বর্তমানে যিনি পর্ন দুনিয়ার নামী স্টার। তার মোহময়ী লুকসে কাবু সকলে। অভাব নেই অর্থেরও।তবে কার রেসিং যে তার ভালোবাসা ও স্বপ্ন সেই কথা জানিয়েছেন। সুযোগ পেলে ফের কার রেসিংয়ে নামার ইচ্ছে প্রকাশও করেছেন রেনে।

410

টেনিস কোর্ট ছেড়ে পর্ণ স্টার (Porn Star)হয়ে উঠলেন অস্ট্রেলিয়ার টেনিস তারকা বার্নাড টমিক (Bernard Tomic)। একটি অ্যাডাল্ট ওয়েব সাইটে (Adult Website) তার একাধিক ছবি প্রকাশ পয়েছে। তবে তিনি এক নয়। বার্নার্ড টমিকের সঙ্গে রয়েছে রিয়েলিটি শোয়ের নাম করা তারকা ও বার্নার্ডের বান্ধবী ভেনেসা সিয়েরা। 
 

510

'লাভ আইসল্যান্ড' নামক একটি টিভি সিরিজ থেকে তারকা হয়ে ওঠেন ভেনেসা। তার রূপ, সৌন্দর্য, হটনেস সকলকে পাগল করে তোলে। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় ভেনেসা। খুব ঘন ঘন নিজের হট ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করে থাকেন তিনি। 

610

সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় ভেনেসা। খুব ঘন ঘন নিজের হট ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভেনেসার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা আকাশছোঁয়া। সকলেই ভেনেসার ছবির জন্য অপেক্ষায় থাকেন।  বিশেষ করে ভেনেসা সিয়েরার বিকিনি পড়া ছবিগুলি ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। যা খুবই পছন্দ করেন সকলে। তবে এবার অ্যাডাল্ট ওয়েব সাইটে বার্নাড টমিকের সঙ্গে ভেনেসার হট ছবিগুলি রীতিমত সোশ্যাল মিডিয়ায় হট কেক হয়ে উঠেছে। তাদের সম্পর্কের কথাও স্বীকার করেছেন বার্নাড।    

710

তবে এবার অ্যাডাল্ট ওয়েব সাইটে বার্নাড টমিকের সঙ্গে ভেনেসার হট ছবিগুলি রীতিমত সোশ্যাল মিডিয়ায় হট কেক হয়ে উঠেছে। তাদের সম্পর্কের কথাও স্বীকার করেছেন বার্নাড।    তবে এবার অ্যাডাল্ট ওয়েব সাইটে বার্নাড টমিকের সঙ্গে ভেনেসার হট ছবিগুলি রীতিমত সোশ্যাল মিডিয়ায় হট কেক হয়ে উঠেছে। তাদের সম্পর্কের কথাও স্বীকার করেছেন বার্নাড।    
 

810

করোনার কারণে দীর্ঘ দিন ধরে বন্ধ ছিল খেল জগৎ। যার ফলে নানা সমস্যায় পড়েছেন ক্রীড়া ব্যক্তিত্বরা। আর্থিক অভাব দেখায় দেয় অনেকেই মধ্যেই। তেমনই একজন হলেন অস্ট্রেলিয়ার টেনিস প্লেয়ার অ্যাঞ্জেলিনা গ্রাওভ্যাক (Angelina Graovac)। এখন তিনি নিজের হট ছবি নেট দুনিয়ায় বিক্রি করে ও উপার্জন করেন।

910

অ্যাঞ্জেলিনা এখন অনলাইনে এক পর্ণ সাইটে নিজের অ্যাকাউন্ট খুলেছেন। সেখানে নিজের হট ছবি শেয়ার করেন। সেগুলি দেখার জন্য লোকেরা তাকে টাকা দেয়। টেনিস খেলে বছরে প্রায় আড়াই লক্ষ্য টাকার মত রোজগার ছিল অ্যাঞ্জেলিনার। কিন্তু লকডাউনের পর তা বন্ধ হয়ে যায়। ফলে তার দৈনন্দিন জীবন চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছিল।

1010

দিন যত এগোয় ততই খারাপ অবস্থা হয় অ্যাঞ্জেলিনার। খেলা না হওয়ায় প্রচন্ড আর্থিক সংকট দেখা দেয়। কোনও উপায় না পেয়ে শেষ পর্যন্ত পর্ণ দুনিয়ায় নাম লেখান তিনি। বর্তমানে তার ছবি মুহূর্তে ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। সকলেই তার ছবি লাইক করছেন। তার ফ্যান ফলোযার্সের সংখ্যাও আকাশছোয়া হয়েছে। অনেক টাকা উপার্জন করছেন তিনি। বর্তমানে তার অভাবও কমেছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos