অনুর্ধ্ব ১৬ বিভাগে প্রথম হন যুগল ঠাকুর। দ্বিতীয় স্থান অধিকার করেন বংশ কালিয়া ও তৃতীয় স্থান অধিকার করেন অধিরথ সিং। এছাড়া ছেলেদের অনুর্ধ্ব ১৯ বিভাগে প্রথম স্থান অধিকার করেন অর্পিত শর্মা, দ্বিতীয় স্থান অধিকার করেন বিশাল আর্য, তৃতীয় হন কুণাল বনসাল। অনুর্ধ্ব ১৯ মেয়েদের বিভাগে প্রথম দিবিজা সুদ, দ্বিতীয় কাইনা সুদ, তৃতীয় শাম্ভবী সিং।