বলিউড অভিনেতা ইরফান খানের মৃত্য়ুতে শোকস্তব্ধ ক্রীড়া জগৎও

সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা, সাইনা নেহওয়াল বলিউড অভিনেতা ইরফানের খানের মৃত্যুতে শোকবার্তা ক্রীড়া জগতের। আত্মার শান্তি কামনার পাশাপাশি  ইরফান খানের পরিবারের প্রতি সমবেদনা সকলের।

Sudip Paul | Published : Apr 29, 2020 1:42 PM IST
110
বলিউড অভিনেতা ইরফান খানের মৃত্য়ুতে শোকস্তব্ধ ক্রীড়া জগৎও

 ‘‘ইরফান খানের প্রয়া‌নের খবরে আমি দুঃখিত। আমার প্রিয়দের মধ্যে অন্যতম। আমি তাঁর সব ছবি দেখেছি প্রায়।  শেষটা ইংরেজি মিডিয়াম। অভিনয় তাঁর সহজাত ছিল। তিনি অসাধারণ ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবারের জন্য সমবেদনা।''  -সচিন তেন্ডুলকর
 

210

‘‘ইরফান খানের মৃত্যুর খবর শুনে আমি দুঃখিত। অসাধারণ প্রতিভা যা দিয়ে তিনি সবার হৃদয়কে ছুঁয়ে গিয়েছিলেন। ভগবান তাঁর আত্মাকে শান্তি দিক।''  - বিরাট কোহলি

310

ইরফান খান একজন মহান অভিনেতা ছিলেন। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি। সমৃদ্ধ করেছিলেন চলচ্চিত্র জগৎকে। ঈশ্বর তাঁর পরিবারকে শক্তি দিক ও তাঁর আত্মার শান্তি কামনা করি।  - রোহিত শর্মা
 

410

‘‘আপানার আত্মার শান্তি কামনা করি ইরফানজি। আপনার অসাধারণ কাজ সব সময় উপভোগ করেছি। অভিনেতা ও শিল্পি হিসেবে অসাধারণ স্কিল ছিল আপনার। পরিবাবের প্রতি সমবেদনা।''   - শিখর ধাওয়ান
 

510


"আপনার আত্মার শান্তি কামনা করি। আপনি একজন কিংবদন্তী। আপনি আপনার শক্তিশালী অভিনয়ের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবেন। আপনার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।"  -  কে এল রাহুল
 

610

‘‘অসাধারণ অভিনেতা, অসাধারণ প্রতিভা। তাঁর পরিবারের শুভচিন্তকদের প্রতি সমবেদনা।''   - বীরেন্দ্র সহবাগ
 

710

 ‘‘ইরফান খানের প্রয়ানের খবরে আমি শোকাহত। তিনি একজন প্রতিভাবাণ অভিনেতা ছিলেন। তাঁর অভাব বোধ হবে।''  - সুরেশ রায়না
 

810

 ‘‘আমার অন্যতম প্রিয় অভিনেতা। তাঁর প্রয়ানের খবরে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।''  - মহম্মদ কাইফ
 

910

‘‘ইরফান খানের প্রয়ানের খবরে আমি শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা। অসাধারণ ক্ষমতাসম্পন্ন অভিনেতা। যা সারাজীবন উপভোগ করব আমরা।''   - মহম্মদ শামি
 

1010

‘‘অ্যাড শুটের সময় তাঁর সঙ্গে... অসাধারণ স্মৃতি স্যার। আত্মার শান্তি কামনা করি। আপনাকে খুব মিস করব''   - সাইনা নেহওয়াল

Share this Photo Gallery
click me!

Latest Videos