প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে রবিবার রাতে দেশ জুড়ে জ্বলল আলো। করোনা যুদ্ধে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অনুদান দেওয়ার পাশাপাশি আলো জ্বালালেন ক্রীড়া ব্যক্তিত্বরা।
Sudip Paul | Published : Apr 6, 2020 7:29 AM IST / Updated: Apr 06 2020, 01:01 PM IST
প্রদীপ জ্বালিয়ে ট্যুইট করলেন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর। ট্যুইটে মাস্টার ব্লাস্টার জানান, ‘‘যাঁরা আমাদের চারপাশ, হাসপাতাল, সংক্রমিত জায়গা নিয়মিত পরিষ্কার রেখে করোনাভাইরাসকে দূরে রাখতে সাহায্য করছেন, তাঁদের সকলকে আমি ও আমার পরিবার ধন্যবাদ দিতে চাই। একই সঙ্গে আবারও শপথ নিই বয়স্কমানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। ওঁদের মানসিক এবং শারীরিক সুস্থতার উপরে নজর দেওয়ার।’’
কোনও প্রদীপের ছবি না দিলেও, পুরো পৃথিবীতে ভারত উজ্জ্বল একটি ছবি পোস্ট করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
চারটি জ্বলন্ত মোমবাতির ছবি শেয়ার করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক ও কিংবদন্তী লেগ স্পিনার অনিল কুম্বলে।
স্ত্রী অনুষ্কার সঙ্গে প্রদীপ জ্বালানোর ছবি টুইট করে ভারত অধিনায়ক কোহালি লিখেছেন, ‘‘সবাই মিলে প্রার্থনা করলে তার একটা ফল পাওয়া যায়। সবার জন্য প্রার্থনা করুন আর একে অন্যের পাশে দাঁড়ান।’’
প্রদীপ জ্বালিয়ে সকলকে একতার বার্তা দিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ও একদিনের দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। পরিবার সমতে আলো জ্বালান হিটম্যান।
আমাদের জীবন যেন সর্বদাই এইভাবে আলোকিত থাকে এবং আমরা একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে। সকলে সুস্থ থাকুন, ভাল থাকুন। ট্যুইটে প্রদীপ জ্বালানোর ছবি দিয়ে লিখলেন ভারতীয় দলের ওপেনার শিখর ধওয়ান।
এই আবো আমাদের সকলকে দিশা দেখাবে। সোশাল সাইটে ছবি দিয়ে লিখলেন ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল।
স্বাস্থ্যকর্মীদের জন্য আমাদের হৃদয়গ্রাহী কৃতজ্ঞতা এবং সমর্থন জানাতে পুরো দেশকে একত্রিত হতে দেখে আশ্চর্য। কঠিন সময়ে লড়াই করার জন্য আমাদের আরও দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। সপরিবারে প্রদীপ জ্বালানোর ছবি দিয়ে জানালেন হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া।
প্রদীপের সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগ। একইসঙ্গে জানান আমরা সবাই একসঙ্গে আছি খব শীঘ্রই আমরা এই সমস্যা অতিক্রম করব।
পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেছেন ক্রিকেটার সুরেশ রায়না। লিখেছেন, আসুন সবাই এক হয়ে দাঁড়াই, এই ভয়ঙ্কর সময় পুরো পৃথিবী কাটিয়ে উঠছে আমরাও পারব।
ট্যুইটারে নিজের পরিবারের সঙ্গে প্রদীপ জ্বালানোর ছবি শেয়ার করলেন ভারতীয় তারকা স্পিনার হরভজন সিং।
প্রধানমন্ত্রীর উদ্যোগকে সমর্থন জানিয় সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে ছবি শেয়ার করেছেন ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল।
প্রদীপ জ্বালানোর ছবি শেয়ার করে সকলকে একসঙ্গে কোভিড ১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন শাটলার পি ভি সিন্ধু।
দেশবাসীকে একত্রিত হয়ে লডাইয়ের বার্তা দিয়ে প্রদীপ জ্বালানোর ছবি দিয়েছেন ৫ বারের বিশ্বজয়ী বক্সার মেরি কম।
নিজের প্রদীপ জ্বালানোর ছবি শেয়ার করে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন ভারতীয় স্প্রিনটার হিমা দাস।