ইনস্টাগ্রামে (Instagram) একটি পোস্ট আয়ের নিরিখে বিশ্বর ধনীতম ব্যক্তিত্বদের তালিকা প্রকাশ করেছে হপার এইচকিউ (HopperHQ)। এই তালিকায় প্রথম ২০-র মধ্যে জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেট টিমের (Indian Cricket Team) টেস্টের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তার প্রতি পোস্ট পিছু ইনকাম জানলে অবাক হবেন। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও লিওনেল মেসিরটা (Lionel Messi) জানলে চোখ উঠবে কপালে।
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্ষেত্রের তারকার নিজেদের ছবি শেয়ার করে থাকেন। যা দেখে ফ্যানেরা খুব খুশি হন। জানতে পারেন প্রিয় তারতার ব্যক্তিগত জীবন নিয়ে। কিন্তু এই সব থেকেই তারা কোটি কোটি টাকা রোজগার করেন।
210
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার অন্য়ান্য প্ল্যাটফর্মের থেকে জনপ্রিয় হয়ে উঠেথে ইনস্টাগ্রাম। কারণ সেলিব্রেটিরা এই প্ল্যাটফর্মকেই একটু বেশি পছন্দ করেন নিজেদের ব্যক্তিগত জীবনের নান মুহূর্ত ভাগ করে নেওয়া থেকে ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের জন্য।
310
সম্প্রতি ইনস্টগ্রাম থেকে প্রতি পোস্টে রোজগারেরে নিরিখে শীর্ষ তালিকায় প্রকাশ করেছে হপার এইচকিউ। সেখানে প্রতি পোস্টে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, বিরাট কোহলিদের রোজগার জানলে মাথায় হাত পড়বে আপনারও।
410
ইনস্টাগ্রামে প্রতি পোস্ট থেকে আয়ের নিরিখে প্রথম ২০ জনের মধ্যে একমাত্র জায়গা পেয়েছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। তালিকায় ১৯ নম্বর স্থানে রয়েছেন ক্রিকেট তারকা।
510
১৯ নম্বর স্থানে থাকলেও ইনস্টাগ্রামে একটি পোস্টের জন্য বিরাট কোহলির রোজগার ভারতীয় টাকায় জানলে চোখ কপালে উঠবে যে কারও। একটি পোস্টের জন্য ভারতীয় টেস্ট দলের অধিনায়কর রোজগার করেন ৫ কোটি টাকা।
610
গত বছরের আয়ের ভিত্তিতে ইনস্টগ্রামে থেকে বিরাট কোহলির যা রোজগার ছিল তাতে তিনি ধণীতমদের তালিকায় ২৩ তম স্থানে ছিলেন৷ অর্থাৎ এই বছরে এক লাফে তাঁর রোজগার অনেকটাই বাড়িয়েছেন।সেই কারণেই ১৯ নম্বর স্থানে উঠে এসেছেন।
710
ইনস্টাগ্রাম থেকে আয়ের নিরিখে সবার উপরে রয়েছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একটি পোস্ট থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো- ১৬ লক্ষ ৪০০০ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক ১১ কোটি ৯১ লক্ষ টাকা রোজগার করেন।
810
ইনস্টাগ্রাম থেকে আয়ের নিরিখে রোনাল্ডোর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন মেসি। সপ্তম স্থানে রয়েছেন আর্জেন্টাইন তারকা। লিওনেল মেসি পোস্ট পিছু আয় ভারতীয় মুদ্রায় আনুমানিক ৮ কোটি ৬৮ লক্ষ টাকা।
910
এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ডোয়েন জনসন ওরফে 'দ্যাক রক'। তৃতীয় স্থানে আরিনায়া গ্রান্দে। ডোয়েন জনসন ভারতীয় মুদ্রায় প্রতি পোস্টে আয় আনুমানিক ১১ কোটি ৩১ লক্ষ টাকা। আরিয়ানা গ্রান্দে ভারতীয় মুদ্রায় আনুমানিক ১১ কোটি ২১ লক্ষ টাকা।
1010
যত দিন যাচ্ছে ততই ইনস্টাগ্রামে ইউজার বেড়েই চলেছে। একইসঙ্গে ঝড়ের গতিতে বাড়ছে ক্রীড়া ব্যক্তিত্ব থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রের তারকাদের ফ্যান ফলোয়ার্সদের সংখ্যা। ভবিষ্য রোনাল্ডো, মেসি হোক বিরাট তাদের সকলের রোজগার এই প্ল্যাট ফর্ম থেকে আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।